ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালে সংঘর্ষে আ’লীগকর্মী নিহত, বিএনপি নেতার ২ ছেলে আটক

বাঙালী কণ্ঠ ডেস্কঃপর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

লিসবনের বাংলা মার্কেটখ্যাত মার্টিম মনিজে গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ কর্মী সাহেদ (৩৮) নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

এদিকে ঘটনার পর থেকে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাশি চালায়। এ সময় তার দুই ছেলেকে আটক করার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার গ্রামের বাড়ি সিলেটের ওসমানিনগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষ গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় বাঙালিপাড়ায় গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পর্তুগালে সংঘর্ষে আ’লীগকর্মী নিহত, বিএনপি নেতার ২ ছেলে আটক

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃপর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

লিসবনের বাংলা মার্কেটখ্যাত মার্টিম মনিজে গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ কর্মী সাহেদ (৩৮) নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

এদিকে ঘটনার পর থেকে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাশি চালায়। এ সময় তার দুই ছেলেকে আটক করার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার গ্রামের বাড়ি সিলেটের ওসমানিনগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষ গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় বাঙালিপাড়ায় গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।