ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বচ্ছ সিল্কে স্বর্ণাক্ষরে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ স্বচ্ছ সিল্কের পাতায় স্বর্ণের অক্ষরে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী চিত্রশিল্পী তানজালে মেম্মেদজাদে। গোটা কুরআনের এমন অলঙ্করনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। তিন বছরের চেষ্টায় তিনি এই কাজে সফল হন। খবর ডেইলি সাবাহর।

চার বছর আগে যখন তিনি এই কাজ সম্পন্ন করেন তখন বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তানজালের কাজ ব্যাপক প্রশংশিত হয়। এই অসামান্য কাজ সম্পন্ন করতে ৩৭ বছর বয়সী তানজালে ব্যবহার করেছেন ৫০ মিটার স্বচ্ছ কালো সিল্ক এবং ১৫০০ মিলি লিটার স্বর্ণ ও রৌপ্যের কালি। স্বর্ণের হরফে লেখা এই কুরআনের দৈর্ঘ্য ১১.৪ ফুট। আর প্রস্থ ১৩ ফুট। পুরো কুরআন লিখতে সময় লেগেছে তিন বছর।

তানজালের লেখা এই কুরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামের শিল্পকলা। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে স্বর্ণের হরফে লেখা এই কুরআনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

তানজালে বলেন, এর আগে অনেক উপাদানের ওপর কুরআন লিখিত হয়েছে। তবে কখনো সিল্কের ওপর কুরআন লেখা হয়নি। তিনি এই কাজটিকে তার জীবনের সেরা কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি তুরস্কের মারমারা ইউনিভার্সিটি থেকে শিল্পের ইতিহাস নিয়ে পড়ালেখা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্বচ্ছ সিল্কে স্বর্ণাক্ষরে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী

আপডেট টাইম : ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ স্বচ্ছ সিল্কের পাতায় স্বর্ণের অক্ষরে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী চিত্রশিল্পী তানজালে মেম্মেদজাদে। গোটা কুরআনের এমন অলঙ্করনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। তিন বছরের চেষ্টায় তিনি এই কাজে সফল হন। খবর ডেইলি সাবাহর।

চার বছর আগে যখন তিনি এই কাজ সম্পন্ন করেন তখন বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তানজালের কাজ ব্যাপক প্রশংশিত হয়। এই অসামান্য কাজ সম্পন্ন করতে ৩৭ বছর বয়সী তানজালে ব্যবহার করেছেন ৫০ মিটার স্বচ্ছ কালো সিল্ক এবং ১৫০০ মিলি লিটার স্বর্ণ ও রৌপ্যের কালি। স্বর্ণের হরফে লেখা এই কুরআনের দৈর্ঘ্য ১১.৪ ফুট। আর প্রস্থ ১৩ ফুট। পুরো কুরআন লিখতে সময় লেগেছে তিন বছর।

তানজালের লেখা এই কুরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামের শিল্পকলা। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে স্বর্ণের হরফে লেখা এই কুরআনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

তানজালে বলেন, এর আগে অনেক উপাদানের ওপর কুরআন লিখিত হয়েছে। তবে কখনো সিল্কের ওপর কুরআন লেখা হয়নি। তিনি এই কাজটিকে তার জীবনের সেরা কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি তুরস্কের মারমারা ইউনিভার্সিটি থেকে শিল্পের ইতিহাস নিয়ে পড়ালেখা করেছেন।