ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও প্রধানমন্ত্রী নির্বাচিত ইশিবা

জাপানের পার্লামেন্টের ভোটে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা।নির্বাচনে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেও প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে সমর্থ হয়েছেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও পার্লামেন্ট সদস্যদের ভোটে আজ সোমবার দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন ইশিবা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের সহযোগী দল কোমেইতোর জোট সরকার ৪৬৫ আসনের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জাপানের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টারি ব্যবস্থায় প্রভাবশালী অংশ এটি। ইশিবার দলের আর্থিক কেলেঙ্কারির প্রতিক্রিয়ায় জন অসন্তুষ্টির প্রতিফলন দেখা গেছে ওই নির্বাচনে।

সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে নতুন নেতা বাছাই বাধ্যতামূলক। সে অনুযায়ী সোমবার একটি বিশেষ পার্লামেন্টারি অধিবেশনে ভোট অনুষ্ঠিত হয়।

এলডিপি নেতাই সাধারণ প্রধানমন্ত্রী হিসেবে বরাবর নির্বাচিত হয়ে আসায় এই ভোট সাধারণত বেশি মনোযোগ পায় না। তবে এবার সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আজকের ভোট নিয়ে আগ্রহ ছিল।

ভোটে ইশিবা ২২১ ভোট পান। আর কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইয়োশিহিকো নোদা পান ১৬০ ভোট।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শিগেরু ইশিবা তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। জাপানের সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের পর কাজ শুরু করবে মন্ত্রিসভা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও প্রধানমন্ত্রী নির্বাচিত ইশিবা

আপডেট টাইম : ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

জাপানের পার্লামেন্টের ভোটে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা।নির্বাচনে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেও প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে সমর্থ হয়েছেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও পার্লামেন্ট সদস্যদের ভোটে আজ সোমবার দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন ইশিবা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের সহযোগী দল কোমেইতোর জোট সরকার ৪৬৫ আসনের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জাপানের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টারি ব্যবস্থায় প্রভাবশালী অংশ এটি। ইশিবার দলের আর্থিক কেলেঙ্কারির প্রতিক্রিয়ায় জন অসন্তুষ্টির প্রতিফলন দেখা গেছে ওই নির্বাচনে।

সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে নতুন নেতা বাছাই বাধ্যতামূলক। সে অনুযায়ী সোমবার একটি বিশেষ পার্লামেন্টারি অধিবেশনে ভোট অনুষ্ঠিত হয়।

এলডিপি নেতাই সাধারণ প্রধানমন্ত্রী হিসেবে বরাবর নির্বাচিত হয়ে আসায় এই ভোট সাধারণত বেশি মনোযোগ পায় না। তবে এবার সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আজকের ভোট নিয়ে আগ্রহ ছিল।

ভোটে ইশিবা ২২১ ভোট পান। আর কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইয়োশিহিকো নোদা পান ১৬০ ভোট।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শিগেরু ইশিবা তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। জাপানের সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের পর কাজ শুরু করবে মন্ত্রিসভা।