বাঙালী কণ্ঠ নিউজঃ কন্যা সন্তানের মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরর্ডান। অকল্যান্ডের একটি হাসপাতালে জন্ম নেয় তার প্রথম সন্তান। এরপর এক টুইট বার্তায় নবাগত সন্তানের ছবি দিয়ে নিজেদের খুশির কথা জানান তিনি।
৩৭ বছর বয়সী জাসিন্ডা আরর্ডান নিয়েছিলেন ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি। বিশ্বে নারী সরকার প্রধানদের মধ্যে তিনিই দ্বিতীয়, যিনি নেতৃত্বে থাকা অবস্থায় মা হলেন।
এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় কন্যা সন্তানের মা হয়েছিলেন বেনজীর ভুট্টো।
নিউজিল্যান্ডে ১৮৫৬ সালের পর কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন জাসিন্ডা আরর্ডান। গত অক্টোবরে তিনি বামপন্থী জোটের সরকার গঠন করেন।