বাঙালী কণ্ঠ নিউজঃ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী কিম জং-পিল মারা গেছেন। আজ শনিবার সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সী কোরিয়ান এই নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বার্ধক্যজনিত কারণেই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এই প্রতিষ্ঠাটার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯২৬ সালে জন্মগ্রহণ করেছিলেন কিম জং-পিল। কিম স্নাতক হন কোরিয়া মিলিটারি অ্যাকাডেমি থেকে। ১৯৮০-১৯৯০ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অন্যতম ছিলেন কিম জং-পিল।
১৯৭১-১৯৭৫ এবং ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ছিলেন কিম। এছাড়াও কোরিয়ান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিষ্ঠাতা ছিলেন কিম জং-পিল।