বেশিরভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারবিহীন মডেম বা রাউটারের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। ওয়াইফাই ইন্টারনেট সেবাটি ইদানীং বেশ জনপ্রিয়। এবার এই ওয়াইফাইয়ে ইন্টারনেটের গতি বাড়ানোর কিছু কৌশল আলোকিত বাংলাদেশ পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. অনেকেই মনে করেন, ঘরের একটি কোনায় বা জানালার কাছে রাউটার রেখে দিলে নেটওয়ার্ক কাভারেজ বেশি পাওয়া যায়। কিন্তু বাস্তবে হয় এর উল্টোটা। আদতে ওয়াইফাইয়ের রেঞ্জ সীমিত হয়ে এটির সিগন্যাল সব দিকে ছড়িয়ে পড়ে। তাই বাড়ির সর্বত্র নেটওয়ার্ক কভারেজ পেতে রাউটার সবসময় ঘরের মাঝখানে উঁচু কোনো স্থানে রাখা ভালো। ২. কারও কাছ থেকে প্রাইমারি পাসওয়ার্ডটি গোপন রাখতে চাইলে সিলেক্ট করতে পারেন গেস্ট নেটওয়ার্ক অপশনটি। এটি আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। এর পাশাপাশি এতে ব্যবহারকারীদের সংখ্যা নির্ধারণ করে দেয়ারও সুযোগ রাখা হয়েছে। ৩. অ্যাপার্টমেন্ট ছাড়া পুরো একটি বাড়িতে সাধারণত ওয়াইফাইয়ের নেটওয়ার্ক পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে কাজে দেবে ‘রিপিটার’। স্বল্পমূল্যের এই যন্ত্রটি রাউটার থেকে ওয়াইফাই সিগন্যাল নিয়ে শক্তিশালী কভারেজ স্থাপন করে। আলাদাভাবে কিনতে না চাইলে ঘরে থাকা পুরনো রাউটারকেই রিপিটার বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সেটিংসে গিয়ে কনফিগারেশনে কিছু পরিবর্তন আনতে হবে। রিপিটার কানেক্ট করতে রাউটারে থাকা ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ (ডব্লুউপিএস) অপশনটি সিলেক্ট করে রিপিটারে থাকা ডব্লুউপিএস বাটনটি চাপতে হবে। ব্যস, এক মিনিটের মধ্যেই কানেক্ট হয়ে যাবে রিপিটার।
৪. বছরের পর বছর ধরে একই পাসওয়ার্ড ব্যবহার করলে ওয়াইফাইয়ের গতি কমে যাওয়ার চান্স থাকে। আপনার অজান্তেই হয়তো পাড়া-প্রতিবেশী বা কাছের কেউ ব্যবহার করছে পুরনো সেই পাসওয়ার্ড। এতে একদিকে ওয়াইফায়ের গতি যেমন কমে যাচ্ছে, তেমনি দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রতি মাসে কেনা ডাটার পরিমাণ। তাই প্রতি ৬ মাসে একবার করে পাসওয়ার্ড বদল করলেই ফিরে পাবেন ওয়াইফাইয়ের সেই প্রথম দিককার গতি। সূত্র : টেকওয়ার্ল্ড ডটকম
সংবাদ শিরোনাম :
সড়ক সাজাতে গিয়ে সাড়ে ৪৩ কোটি টাকা বিল বাকি রাসিকের
যেভাবে গাজায় যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প
বকেয়া বেতনের দাবি ৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
তীব্র শৈতপ্রবাহ আসছে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
তিন ছবিতে ঝড় তুলবেন প্রভাস
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ
সালমানের চার স্তরের নিরাপত্তা নিয়ে যা জানা গেল
নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি শিশু মুনতাহার
আমনের ক্ষেতে ইঁদুর আর কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
ওয়াইফাইয়ের গতি বাড়ানোর উপায়
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
- 454
Tag :
জনপ্রিয় সংবাদ