বাঙালী কণ্ঠ ডেস্কঃ শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে বাংলাদেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না অভিযোগ করছেন। ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে।
অফিসে কল করেও এমন অভিযোগ জানান অনেক ব্যবহারকারীরা।
এ ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঙ্গে একটি অনলাইন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, তিনি এর কারণ জানাতে পারেননি। তবে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন।