ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে কম দামে ক্যাননের মিররলেস ক্যামেরা

সবচেয়ে কম দামে মিররলেস ক্যামেরা বাজারে ছাড়ল জাপানের বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। ইওএস আর সিরিজের হান্ড্রেড মডেলের (EOS R 100) এই ক্যামেরাটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৮০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫১ হাজার ৪৭৫ টাকা। বৃহস্পতিবার (২৫ মে) থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে ক্যামেরাটির বিক্রয় শুরু হয়েছে।

ইওএস এম সিরিজের ফিফটি মার্ক টু (EOS M50 Mark II) মিররলেস ক্যামেরাটিতে যে সেন্সর ব্যবহার করা হয়েছে সেই একই সেন্সর ব্যবহার করা হয়েছে আর হান্ড্রেড ক্যামেরায়। এবং এম ফিফটি সিরিজের ফিচারগুলোর সঙ্গেও আর হান্ড্রেড সিরিজের ফিচারগুলোর বেশ মিল রয়েছে।

ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে ২৪.২ মেগা পিক্সেল সিএমওএস ইমেজ সেন্সর এবং ছবি প্রসেস করতে ব্যবহার করা হয়েছে ২০১৮ সালে উদ্ভাবিত ক্যাননের অন্যতম শক্তিশালী ইমেজ প্রসেসর ডিজিক এইট (DIGIC 8) প্রসেসর। ছবি তোলার মাপের ফরম্যাট ৩ অনুপাত ২।

ক্যামেরাটিতে আরএফ এবং আরএফ-এস সিরিজের লেন্স ব্যবহার করা যাবে তবে ইএফ এবং ইএফ-এস লেন্স ব্যবহার করতে আলাদা মাউন্টের সাহায্য নিতে হবে।

ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার বডিতে কোনো ইমেজ স্টেবিলাইজার নেই তবে ভিডিও করার ক্ষেত্রে অপটিক্যাল স্টাবিলাইজারের ফিচার দেওয়া হয়েছে। ছবি তোলার ক্ষেত্রে ফোকাস পয়েন্ট ১৪৩টি যা ভিডিও’র ক্ষেত্রে ১১৭টি। এর সর্বোচ্চ শাটার স্পিড ১/৪০০০।

ক্যামেরাটিতে ভিউফাইন্ডার হিসেবে দেওয়া হয়েছে .৩৯ টাইপ ২২ মিলিমিটার ওলেড ইলেক্ট্রনিক ভিউফাইন্ডার যা মূল লেন্সে দেখতে পাওয়া দৃশ্যের শতভাগ দৃশ্য দেখাতে সক্ষম। ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে ৩ ইঞ্চি এলসিডি মনিটর তবে ডিসপ্লেটি ফিক্সড।

ক্যামেরাটিতে ছবি তোলা যাবে জেপিইজি, ‘র’ ও সি’র’ ফরম্যাটে। ছবির সর্বোচ্চ মাপ ৬০০০X৪০০০। এ ছাড়া জেপিইজি ৪:৩, ১৬:৯ এবং ১:১ ফরম্যাটেও ছবি তোলার সুবিধাও থাকছে। তবে থাকছেনা কোনো লো পাস ফিল্টার ও সেন্সর ক্লিলিং সিস্টেম।

ক্যামেরাটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে একটি এলপি-ই১৭ (LP-E17) সিরিজের আয়ন ব্যাটারি। ক্যানন দাবি করেছে পূর্ণ চার্জে এই ব্যাটারি দিয়ে ভিউফাইন্ডার ব্যবহার করে ছবি তোলা যাবে ৩২০টি, ডিসপ্লে ব্যবহার করে ৪০০টি, ফোর কে রেজুলেশনে একটানা ভিডিও করা যাবে ১১০ মিনিট আর ফুল এইচডি ফরম্যাটে ভিডিও করা যাবে ১৬০ মিনিট।

লেন্স ছাড়া খালি ক্যামেরার ওজন মাত্র ৩৫৬ গ্রাম। আরএফ-এস ১৮/৪৫ মিলিমিটার কিট লেন্সসহ ক্যামেরাটির দাম পড়বে ৬৭০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭১ হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশে ক্যাননের স্বীকৃত পরিবেশক জেএএন এসোসিয়েটস এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান কোরবাণির ঈদের আগে আনুষ্ঠানিকভাবে ক্যামেরাটি দেশে আসার কোনো সম্ভাবনা নেই। আসলে দামের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবচেয়ে কম দামে ক্যাননের মিররলেস ক্যামেরা

আপডেট টাইম : ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

সবচেয়ে কম দামে মিররলেস ক্যামেরা বাজারে ছাড়ল জাপানের বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। ইওএস আর সিরিজের হান্ড্রেড মডেলের (EOS R 100) এই ক্যামেরাটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৮০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫১ হাজার ৪৭৫ টাকা। বৃহস্পতিবার (২৫ মে) থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে ক্যামেরাটির বিক্রয় শুরু হয়েছে।

ইওএস এম সিরিজের ফিফটি মার্ক টু (EOS M50 Mark II) মিররলেস ক্যামেরাটিতে যে সেন্সর ব্যবহার করা হয়েছে সেই একই সেন্সর ব্যবহার করা হয়েছে আর হান্ড্রেড ক্যামেরায়। এবং এম ফিফটি সিরিজের ফিচারগুলোর সঙ্গেও আর হান্ড্রেড সিরিজের ফিচারগুলোর বেশ মিল রয়েছে।

ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে ২৪.২ মেগা পিক্সেল সিএমওএস ইমেজ সেন্সর এবং ছবি প্রসেস করতে ব্যবহার করা হয়েছে ২০১৮ সালে উদ্ভাবিত ক্যাননের অন্যতম শক্তিশালী ইমেজ প্রসেসর ডিজিক এইট (DIGIC 8) প্রসেসর। ছবি তোলার মাপের ফরম্যাট ৩ অনুপাত ২।

ক্যামেরাটিতে আরএফ এবং আরএফ-এস সিরিজের লেন্স ব্যবহার করা যাবে তবে ইএফ এবং ইএফ-এস লেন্স ব্যবহার করতে আলাদা মাউন্টের সাহায্য নিতে হবে।

ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার বডিতে কোনো ইমেজ স্টেবিলাইজার নেই তবে ভিডিও করার ক্ষেত্রে অপটিক্যাল স্টাবিলাইজারের ফিচার দেওয়া হয়েছে। ছবি তোলার ক্ষেত্রে ফোকাস পয়েন্ট ১৪৩টি যা ভিডিও’র ক্ষেত্রে ১১৭টি। এর সর্বোচ্চ শাটার স্পিড ১/৪০০০।

ক্যামেরাটিতে ভিউফাইন্ডার হিসেবে দেওয়া হয়েছে .৩৯ টাইপ ২২ মিলিমিটার ওলেড ইলেক্ট্রনিক ভিউফাইন্ডার যা মূল লেন্সে দেখতে পাওয়া দৃশ্যের শতভাগ দৃশ্য দেখাতে সক্ষম। ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে ৩ ইঞ্চি এলসিডি মনিটর তবে ডিসপ্লেটি ফিক্সড।

ক্যামেরাটিতে ছবি তোলা যাবে জেপিইজি, ‘র’ ও সি’র’ ফরম্যাটে। ছবির সর্বোচ্চ মাপ ৬০০০X৪০০০। এ ছাড়া জেপিইজি ৪:৩, ১৬:৯ এবং ১:১ ফরম্যাটেও ছবি তোলার সুবিধাও থাকছে। তবে থাকছেনা কোনো লো পাস ফিল্টার ও সেন্সর ক্লিলিং সিস্টেম।

ক্যামেরাটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে একটি এলপি-ই১৭ (LP-E17) সিরিজের আয়ন ব্যাটারি। ক্যানন দাবি করেছে পূর্ণ চার্জে এই ব্যাটারি দিয়ে ভিউফাইন্ডার ব্যবহার করে ছবি তোলা যাবে ৩২০টি, ডিসপ্লে ব্যবহার করে ৪০০টি, ফোর কে রেজুলেশনে একটানা ভিডিও করা যাবে ১১০ মিনিট আর ফুল এইচডি ফরম্যাটে ভিডিও করা যাবে ১৬০ মিনিট।

লেন্স ছাড়া খালি ক্যামেরার ওজন মাত্র ৩৫৬ গ্রাম। আরএফ-এস ১৮/৪৫ মিলিমিটার কিট লেন্সসহ ক্যামেরাটির দাম পড়বে ৬৭০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭১ হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশে ক্যাননের স্বীকৃত পরিবেশক জেএএন এসোসিয়েটস এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান কোরবাণির ঈদের আগে আনুষ্ঠানিকভাবে ক্যামেরাটি দেশে আসার কোনো সম্ভাবনা নেই। আসলে দামের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।