ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৮ হাজার টাকায় ‘আইফোন ৮

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্দান্ত কিছু ফিচারসহ ‘আইফোন ৮’ বাজারে ছাড়তে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ইতোমধ্যেই চীনের বাজারে সম্ভাব্য আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি শুরু হয়েছে। অনেকে একে ‘ভুয়া’ আইফোন ৮ বলছেন। ওই ফোনের দাম ১০০ মার্কিন ডলার বা প্রায় ৮ হাজার টাকা।
চীনে নতুন একটি ঝকঝকে বাক্সে আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি হচ্ছে। এতে আইফোনের অন্যান্য যন্ত্রাংশের মতো বিভিন্ন যন্ত্র থাকছে। নতুন এই ফোনে আইফোন ৮ ঘিরে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে উল্লম্বভাবে থাকা দ্বৈত ক্যামেরা। তবে এর পেছনে গ্লাস বা কাচ দেয়া হয়নি।
ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে আনকোরা বা নতুন ক্রেতা, যারা প্রকৃত আইফোন চিনতে ভুল করেন, তাদের এই ভুয়া আইফোন ধরিয়ে দিতে পারেন অসাধু বিক্রেতারা। কারণ, ক্লোন এই আইফোন দেখতে আসল আইফোনের মতোই।
এ বছরের আলোচিত ফোনগুলোর মধ্যে অন্যতম আইফোন ৮। তবে যেহেতু তা এখনো বাজারে আসেনি, তাই ক্লোন সংস্করণটি ঘিরে অনেকের আগ্রহ রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরাও ক্লোন আইফোন ৮-এর পেছনে না ছোটার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছেন। তারা জানান, ক্লোনটি আইফোনসদৃশ হলেও তার কাঠামো প্লাস্টিকের। আর এই ক্লোন অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে চলে। ক্লোনের ওপরে আইওএস স্ক্রিনের মতো একটি পর্দা আছে। তবে তার পারফরম্যান্স আইওএসের মতো নয়। এতে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের কোনো সুযোগ নেই।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

৮ হাজার টাকায় ‘আইফোন ৮

আপডেট টাইম : ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ  চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্দান্ত কিছু ফিচারসহ ‘আইফোন ৮’ বাজারে ছাড়তে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ইতোমধ্যেই চীনের বাজারে সম্ভাব্য আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি শুরু হয়েছে। অনেকে একে ‘ভুয়া’ আইফোন ৮ বলছেন। ওই ফোনের দাম ১০০ মার্কিন ডলার বা প্রায় ৮ হাজার টাকা।
চীনে নতুন একটি ঝকঝকে বাক্সে আইফোন ৮-এর ক্লোন সংস্করণ বিক্রি হচ্ছে। এতে আইফোনের অন্যান্য যন্ত্রাংশের মতো বিভিন্ন যন্ত্র থাকছে। নতুন এই ফোনে আইফোন ৮ ঘিরে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে উল্লম্বভাবে থাকা দ্বৈত ক্যামেরা। তবে এর পেছনে গ্লাস বা কাচ দেয়া হয়নি।
ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে আনকোরা বা নতুন ক্রেতা, যারা প্রকৃত আইফোন চিনতে ভুল করেন, তাদের এই ভুয়া আইফোন ধরিয়ে দিতে পারেন অসাধু বিক্রেতারা। কারণ, ক্লোন এই আইফোন দেখতে আসল আইফোনের মতোই।
এ বছরের আলোচিত ফোনগুলোর মধ্যে অন্যতম আইফোন ৮। তবে যেহেতু তা এখনো বাজারে আসেনি, তাই ক্লোন সংস্করণটি ঘিরে অনেকের আগ্রহ রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরাও ক্লোন আইফোন ৮-এর পেছনে না ছোটার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছেন। তারা জানান, ক্লোনটি আইফোনসদৃশ হলেও তার কাঠামো প্লাস্টিকের। আর এই ক্লোন অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে চলে। ক্লোনের ওপরে আইওএস স্ক্রিনের মতো একটি পর্দা আছে। তবে তার পারফরম্যান্স আইওএসের মতো নয়। এতে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের কোনো সুযোগ নেই।