ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক বিড়ম্বনা

বাঙালী কণ্ঠ নিউজঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দিন দিন নেটওয়ার্ক বিড়ম্বনা বেড়েই চলেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্নতা শিক্ষার্থীদের পাঠসহ অন্যান্য প্রয়োজনীয় কাজকে নিশ্চিতভাবেই ব্যাহত করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শ্রেণিকক্ষে নেটওয়ার্ক পাওয়া যায় না। যা পাওয়া যায় তাও আবার কথা স্পষ্ট শোনা যায় না। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠ, একাডেমিক ভবন বিশ্ববিদ্যালয়ের আশপাশের ফুলেরটেক, খেজুরটেক, ছাত্রী হোস্টেল, ঘোড়াপীর মাজার এলাকায়ও একই সমস্যা রয়েছে।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু এই যদি হয় নেটওয়ার্কের অবস্থা ২০১৭ সালে। তাহলে দেশ কীভাবে ডিজিটাল হবে। এমনই সব অভিযোগ করেছেন ক্যাম্পাসলাইভের কাছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, প্রতিনিয়ত আধুনিক নেটওয়ার্ক থেকে বঞ্চিত হচ্ছি। গুরুত্বপূর্ণ সময়গুলোতে কলড্রপ বেশি হয়ে থাকে। যা সময় এবং অর্থ অপচয় করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তনুজা চক্রবর্তী জানান, নেটওয়ার্কের যে বাজে অবস্থা তাতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো সামনের দিনগুলাতে অনেক বেশি গ্রাহক হারাবে।

এ ব্যাপারে একাধিকবার গণমাধ্যমে সংবাদ হলেও শিক্ষার্থীরা কোনো সুফল পায়নি। এখন ক্যাম্পাসের শিক্ষার্থীরা নেটওয়ার্কের বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গণ বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক বিড়ম্বনা

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দিন দিন নেটওয়ার্ক বিড়ম্বনা বেড়েই চলেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্নতা শিক্ষার্থীদের পাঠসহ অন্যান্য প্রয়োজনীয় কাজকে নিশ্চিতভাবেই ব্যাহত করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শ্রেণিকক্ষে নেটওয়ার্ক পাওয়া যায় না। যা পাওয়া যায় তাও আবার কথা স্পষ্ট শোনা যায় না। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠ, একাডেমিক ভবন বিশ্ববিদ্যালয়ের আশপাশের ফুলেরটেক, খেজুরটেক, ছাত্রী হোস্টেল, ঘোড়াপীর মাজার এলাকায়ও একই সমস্যা রয়েছে।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু এই যদি হয় নেটওয়ার্কের অবস্থা ২০১৭ সালে। তাহলে দেশ কীভাবে ডিজিটাল হবে। এমনই সব অভিযোগ করেছেন ক্যাম্পাসলাইভের কাছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, প্রতিনিয়ত আধুনিক নেটওয়ার্ক থেকে বঞ্চিত হচ্ছি। গুরুত্বপূর্ণ সময়গুলোতে কলড্রপ বেশি হয়ে থাকে। যা সময় এবং অর্থ অপচয় করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তনুজা চক্রবর্তী জানান, নেটওয়ার্কের যে বাজে অবস্থা তাতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো সামনের দিনগুলাতে অনেক বেশি গ্রাহক হারাবে।

এ ব্যাপারে একাধিকবার গণমাধ্যমে সংবাদ হলেও শিক্ষার্থীরা কোনো সুফল পায়নি। এখন ক্যাম্পাসের শিক্ষার্থীরা নেটওয়ার্কের বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।