ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার কবরের পাশে দিন-রাত বসে থাকি, ছেলে ফিরে আসে না সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের ব্যাপারে বিশেষ সেল গঠন জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের

বাজারে আসছে নোকিয়া’র ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ এইচএমডি গ্লোবালের হাত ধরে আবার বাজারে এসেছে নোকিয়া। নোকিয়া’র চিরচেনা জাভা কিংবা সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম ছেড়ে ফেলে নোকিয়া এখন চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। কিন্তু নোকিয়া’র আগের সেই জৌলুস নেই। নেই সেই পুরনো বাজারও। কিন্তু তারপরও থেমে নেই সংস্থাটি। হারানো বাজার ফিরিয়ে নিয়ে আসতে নানা উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। আর এজন্যই নোকিয়া এখন অত্যাধুনিক ফিচার সম্পন্ন ফোনের কনসেপ্ট তৈরি করছে। এমনই একটি কনসেপ্ট হলো নোকিয়া সাফারি এজ।

সম্প্রতি এই ফোনটির ছবি ও তথ্য বিভিন্ন টেক ওয়েবসাইটে বেরোচ্ছে। প্রকাশিত তথ্য মতে, নোকিয়া সাফারি এজ ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে। এতে থাকবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ ফোনটি সচল থাকবে। এর আগে নোকিয়া বাজারে ছাড়ে বাজেট হ্যান্ডসেট নোকিয়া টু। এতে ছিল ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর নোকিয়া সাফারি এজ বাজারে আসলে এটিই হবে নোকিয়া সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন।

নোকিয়া সাফারি এজ শুধু ব্যাটারির উপর গুরুত্ব দেওয়া হয়নি। এর কনফিগারেশনও দুর্দান্ত। এর ডিসপ্লে হবে ৫.৮ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ফোনটি চলবে অ্যানড্রয়েডের সর্বাধুনিক ভার্সন ৮.০ অরিওতে। এতে থাকবে কোয়ালকমের দ্রুত গতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। ৬ জিবি র‌্যামের এই ফোনটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ৬৪ জিবির অন্যটি ১২৮ জিবির।

ছবির জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের কার্ল জেইস প্রাইমারি শুটার এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহৃত হচ্ছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি সংযোজন করা হবে। ফলে ফোনটিতে দীর্ধক্ষণ চার্জ থাকবে। ২০১৮ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তাদের নতুন এই ফ্লাগশিপ ফোনটির আত্মপ্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এর দাম ৯৫৮ ডলারের মত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

বাজারে আসছে নোকিয়া’র ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ফোন

আপডেট টাইম : ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ এইচএমডি গ্লোবালের হাত ধরে আবার বাজারে এসেছে নোকিয়া। নোকিয়া’র চিরচেনা জাভা কিংবা সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম ছেড়ে ফেলে নোকিয়া এখন চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। কিন্তু নোকিয়া’র আগের সেই জৌলুস নেই। নেই সেই পুরনো বাজারও। কিন্তু তারপরও থেমে নেই সংস্থাটি। হারানো বাজার ফিরিয়ে নিয়ে আসতে নানা উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। আর এজন্যই নোকিয়া এখন অত্যাধুনিক ফিচার সম্পন্ন ফোনের কনসেপ্ট তৈরি করছে। এমনই একটি কনসেপ্ট হলো নোকিয়া সাফারি এজ।

সম্প্রতি এই ফোনটির ছবি ও তথ্য বিভিন্ন টেক ওয়েবসাইটে বেরোচ্ছে। প্রকাশিত তথ্য মতে, নোকিয়া সাফারি এজ ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে। এতে থাকবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ ফোনটি সচল থাকবে। এর আগে নোকিয়া বাজারে ছাড়ে বাজেট হ্যান্ডসেট নোকিয়া টু। এতে ছিল ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর নোকিয়া সাফারি এজ বাজারে আসলে এটিই হবে নোকিয়া সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন।

নোকিয়া সাফারি এজ শুধু ব্যাটারির উপর গুরুত্ব দেওয়া হয়নি। এর কনফিগারেশনও দুর্দান্ত। এর ডিসপ্লে হবে ৫.৮ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ফোনটি চলবে অ্যানড্রয়েডের সর্বাধুনিক ভার্সন ৮.০ অরিওতে। এতে থাকবে কোয়ালকমের দ্রুত গতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। ৬ জিবি র‌্যামের এই ফোনটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ৬৪ জিবির অন্যটি ১২৮ জিবির।

ছবির জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের কার্ল জেইস প্রাইমারি শুটার এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহৃত হচ্ছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি সংযোজন করা হবে। ফলে ফোনটিতে দীর্ধক্ষণ চার্জ থাকবে। ২০১৮ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তাদের নতুন এই ফ্লাগশিপ ফোনটির আত্মপ্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এর দাম ৯৫৮ ডলারের মত হতে পারে।