বাঙালী কণ্ঠ নিউজঃ কম দামের একটি ফোন আনতে কাজ করছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। এন্ট্রি লেভেলের এই ফোনটির মডেল জিওনি এফ২০৫। এই ফোনটি ছাড়াও আরও নতুন পাঁচটি ফোন আনছে জিওনি। এগুলো মিড ও হাইএন্ড সিরিজের ফোন।
সাশ্রয়ী দামের জিওনি এফ২০৫ ফোনটিতে আছে ২ জিবি র্যাম। এতে মিডিয়াটেক এমটি৬৭৩৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এন্ট্রি লেভেলের ফোন হবে কী হবে এতে ব্যবহার করা হয়েছে বেজেললেস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
স্টোরেজের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
আগামী বছরের শুরুতে ফোনটি বাজারে পাওয়া যাবে। এর প্রত্যাশিত মূল্য হতে পারে ১০ হাজার টাকা।