ঢাকা , রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনলো শাওমি

বাঙালী কন্ঠঃ   ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। গতকাল মঙ্গলবার চীনের বাজারে উন্মুক্ত করা হয়েছে এমই মিক্স আলফা নামের এই স্মার্টফোনটি। এটিই বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন।

এমই মিক্স আলফাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যেখানে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই ১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছে স্যামসাং। এই সেন্সরে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন।

ফাইভ জি ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি। ৪০০০ এমএএইচ ব্যাটারির জন্য থাকবে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

শাওমি বাংলাদেশ সূত্রে জানা গেছে, এমই মিক্স আলফা ফোনটি প্রিমিয়াম এবং অত্যন্ত দামি ফোন। আপতত বাংলাদেশে বিক্রির সম্ভাবনা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনলো শাওমি

আপডেট টাইম : ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বাঙালী কন্ঠঃ   ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। গতকাল মঙ্গলবার চীনের বাজারে উন্মুক্ত করা হয়েছে এমই মিক্স আলফা নামের এই স্মার্টফোনটি। এটিই বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন।

এমই মিক্স আলফাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যেখানে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই ১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছে স্যামসাং। এই সেন্সরে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন।

ফাইভ জি ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি। ৪০০০ এমএএইচ ব্যাটারির জন্য থাকবে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

শাওমি বাংলাদেশ সূত্রে জানা গেছে, এমই মিক্স আলফা ফোনটি প্রিমিয়াম এবং অত্যন্ত দামি ফোন। আপতত বাংলাদেশে বিক্রির সম্ভাবনা নেই।