ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সূর্যের আলোয় চলবে বাইক

নতুন কিছু আবিস্কার করে সবাইকে চমকে দিল ১৩ বছরের এক বালক। বিভিন্ন বাইক থেকে বাতিল হয়ে যাওয়া যন্ত্রপাতি দিয়ে তৈরি করে ফেললো পরিবেশ-বান্ধব একটা বাইক।
১৩ বছর বয়সী ওই বালকের নাম অভনীত কুমার। সে ভারতের হরিয়ানার রিয়ারি গ্রামের বাসিন্দা।
উদ্ভাবনী শক্তিতে অনেকের চেয়ে এগিয়ে রয়েছে সে। তার নিজস্ব একটি তিন চাকার সাইকেল ‘রি-মডেলিং’ করার চিন্তা আসে মাথায়। যেমন ভাবা তেমন কাজ। সাইকেলের পিছনে একটি সোলার প্যানেল বসিয়ে দেয় অভিনীত। সূর্যের আলোয় দিনে একবার চার্জ করতে হয়। আর এতেই শেষ! অভনীতকে নিয়ে ছুটছে তার পরিবেশ-বান্ধব ছোট বাইক।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে অভনীত জানিয়েছে, ‘তার পরবর্তী ইচ্ছার কথা। এর পর সৌরবিদ্যুৎ চালিত গাড়ি বানানোর ইচ্ছা আছে তার।
অভনীত ভাষ্য, ‘টাটার তৈরি ন্যানোর থেকেও কম দামে সোলার গাড়ি বানিয়ে চমকে দিতে চাই আমি।’
সূত্র: অনন্দবাজার পত্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সূর্যের আলোয় চলবে বাইক

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭

নতুন কিছু আবিস্কার করে সবাইকে চমকে দিল ১৩ বছরের এক বালক। বিভিন্ন বাইক থেকে বাতিল হয়ে যাওয়া যন্ত্রপাতি দিয়ে তৈরি করে ফেললো পরিবেশ-বান্ধব একটা বাইক।
১৩ বছর বয়সী ওই বালকের নাম অভনীত কুমার। সে ভারতের হরিয়ানার রিয়ারি গ্রামের বাসিন্দা।
উদ্ভাবনী শক্তিতে অনেকের চেয়ে এগিয়ে রয়েছে সে। তার নিজস্ব একটি তিন চাকার সাইকেল ‘রি-মডেলিং’ করার চিন্তা আসে মাথায়। যেমন ভাবা তেমন কাজ। সাইকেলের পিছনে একটি সোলার প্যানেল বসিয়ে দেয় অভিনীত। সূর্যের আলোয় দিনে একবার চার্জ করতে হয়। আর এতেই শেষ! অভনীতকে নিয়ে ছুটছে তার পরিবেশ-বান্ধব ছোট বাইক।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে অভনীত জানিয়েছে, ‘তার পরবর্তী ইচ্ছার কথা। এর পর সৌরবিদ্যুৎ চালিত গাড়ি বানানোর ইচ্ছা আছে তার।
অভনীত ভাষ্য, ‘টাটার তৈরি ন্যানোর থেকেও কম দামে সোলার গাড়ি বানিয়ে চমকে দিতে চাই আমি।’
সূত্র: অনন্দবাজার পত্রিকা।