বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ফিলিপাইনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এ পরিস্থিতিতে দেশটিতে মাস্ক পরেই এক গণবিয়ে সম্পন্ন হয়েছে। যেখানে শত শত নব-দম্পতি মাস্ক পরে পরস্পরকে চুম্বনের মধ্য দিয়ে নতুন জীবনের অঙ্গীকার করেছে।
শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ফিলিপাইনেরে উপকূলীয় শহর বেকোলোডে সরকারি অর্থায়নে এ গণবিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২২০ যুগল উপস্থিত হন। যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে মাস্ক পড়া বাধ্যতামূলক ছিল। এছাড়া নিজেদের স্বাস্থ্য রিপোর্ট ও বিগত ১৪ দিন তারা কোথায় ঘুরতে গিয়েছিলেন সেই সংক্রান্ত তথ্যও জমা রাখা হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে আসা জন পল (৩৯) বলেন, মাস্ক পরে চুম্বনের অনুভূতি ব্যতিক্রম হলেও করোনার সংক্রমণ থেকে বাঁচতে তা ব্যবহার করতেই হল।
অনুষ্ঠানের প্রতিনিধি মেয়র ইভিলিও লিওনার্দিও জানান, সবার শারীরিক সুস্থতার কথা মাথার রেখে এই ধরণের সতর্কতা গণবিয়ের অনুষ্ঠানে বজায় রাখা হয়। কারণ আমাদের পরিবারগুলো সুস্থ থাকলে, এই শহরটিও রোগ প্রতিরোধে শক্তিশালী হবে।