ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি যে কারণে চাকরি ছাড়লেন শহিদ আবু সাঈদের ২ ভাই আইন উপদেষ্টাকে হেনস্তা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ট্রাম্পের নতুন ‘সীমান্ত জার’ অভিবাসীদের বিরুদ্ধে কতটা কঠোর হবেন জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা প্রাথমিকে শিক্ষার্থীদের খাবার কর্মসূচি চালু করা হবে : উপদেষ্টা উপদেষ্টা ফারুকী-বশিরকে নিয়ে বিতর্ক, যা বললেন মাহফুজ আলম নেতাকর্মীদের রেখে স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

নতুন বছরে ওজন কমানোই মূল লক্ষ্য? মেনে চলুন চার টিপস

নতুন বছরে অনেকে অনেক পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন। তার মধ্যে একটা নিশ্চয়ই ওজন কমানো। ২০২৩ সালটা যদি নিজেকে ফিট রাখার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এই চারটি টিপস ফলো করুন। দেখবেন গ্যাস বা হজমের সমস্যা অনেকটাই কমে গেছে, ওজনও বাড়ছে না। পাশাপাশি কাজেও পাবেন দারুণ উদ্যম।

১। প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট সময় বানিয়ে নিন। চেষ্টা করুন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিছানা ছাড়তে। সকালের মিঠে রোদ শরীরের জন্য খুব ভালো। বিছানা ছাড়ার পর যোগা বা প্রণায়াম করুন। যারা প্রতিদিনের ব্যস্ততায় শরীরচর্চার সময় পায় না, তারাও প্রতিদিন সকালে অন্তত ১০ মিনিট হাতে রাখুন যোগার জন্য।

২। সকালে খালি পেটে কখনোই চা বা কফি পান করবেন না। বরং সেই সময় গরম পানিতে লেবু, জিরা বা মেথি ভেজানো পানি খেতে পারেন। এগুলো শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। সঙ্গে যে সমস্ত মহিলারা পিরিয়ডসের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী মেথি আর জিরা ভেজানো পানি।

৩। ওজন কমানো মানে কিন্তু না খেয়ে বা কম খেয়ে থাকা নয়। বরং আপনাকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে সীমিত, সেটা কমপ্লেক্স কার্ব হলে সবচেয়ে ভালো। ডায়েটে থাকতে হবে প্রোটিন আর ফাইবার।

মোট ক্যালোরির ৪৫-৬৫ শতাংশ কার্বোহাইড্রেট, ফ্যাট ২৫ থেকে ৩৫ শতাংশ ও প্রোটিন ১০-৩০ শতাংশ। তেল কম ব্যবহার করুন রান্নায়। বেশিক্ষণ না খেয়ে বা খালি পেটে থাকবেন না। চেষ্টা করুন ৩-৪ ঘণ্টা পরপর কিছু খেতে। দিনে ৭-৮ গ্লাস পানি পান করুন। রিফাইন্ড সুগার বা চিনি একেবারে বাদ। তার বদলে গুড় ব্যবহার করুন বা প্রাকৃতিক স্টিভিয়া।

৪। আরেক গুরুত্বপূর্ণ জিনিস হলো রাতের খাওয়া। যা আপনাকে রাত ৮টার মধ্যে করে নিতে হবে। ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খান। রাতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। স্যুপ, স্ট্যু, খিচুরি, গ্রিল চিকেন বা পনির রাখতে পারেন মেনুতে। ভাত-রুটি খাওয়া এড়িয়ে চলুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি

নতুন বছরে ওজন কমানোই মূল লক্ষ্য? মেনে চলুন চার টিপস

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

নতুন বছরে অনেকে অনেক পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন। তার মধ্যে একটা নিশ্চয়ই ওজন কমানো। ২০২৩ সালটা যদি নিজেকে ফিট রাখার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এই চারটি টিপস ফলো করুন। দেখবেন গ্যাস বা হজমের সমস্যা অনেকটাই কমে গেছে, ওজনও বাড়ছে না। পাশাপাশি কাজেও পাবেন দারুণ উদ্যম।

১। প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট সময় বানিয়ে নিন। চেষ্টা করুন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিছানা ছাড়তে। সকালের মিঠে রোদ শরীরের জন্য খুব ভালো। বিছানা ছাড়ার পর যোগা বা প্রণায়াম করুন। যারা প্রতিদিনের ব্যস্ততায় শরীরচর্চার সময় পায় না, তারাও প্রতিদিন সকালে অন্তত ১০ মিনিট হাতে রাখুন যোগার জন্য।

২। সকালে খালি পেটে কখনোই চা বা কফি পান করবেন না। বরং সেই সময় গরম পানিতে লেবু, জিরা বা মেথি ভেজানো পানি খেতে পারেন। এগুলো শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। সঙ্গে যে সমস্ত মহিলারা পিরিয়ডসের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী মেথি আর জিরা ভেজানো পানি।

৩। ওজন কমানো মানে কিন্তু না খেয়ে বা কম খেয়ে থাকা নয়। বরং আপনাকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে সীমিত, সেটা কমপ্লেক্স কার্ব হলে সবচেয়ে ভালো। ডায়েটে থাকতে হবে প্রোটিন আর ফাইবার।

মোট ক্যালোরির ৪৫-৬৫ শতাংশ কার্বোহাইড্রেট, ফ্যাট ২৫ থেকে ৩৫ শতাংশ ও প্রোটিন ১০-৩০ শতাংশ। তেল কম ব্যবহার করুন রান্নায়। বেশিক্ষণ না খেয়ে বা খালি পেটে থাকবেন না। চেষ্টা করুন ৩-৪ ঘণ্টা পরপর কিছু খেতে। দিনে ৭-৮ গ্লাস পানি পান করুন। রিফাইন্ড সুগার বা চিনি একেবারে বাদ। তার বদলে গুড় ব্যবহার করুন বা প্রাকৃতিক স্টিভিয়া।

৪। আরেক গুরুত্বপূর্ণ জিনিস হলো রাতের খাওয়া। যা আপনাকে রাত ৮টার মধ্যে করে নিতে হবে। ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খান। রাতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। স্যুপ, স্ট্যু, খিচুরি, গ্রিল চিকেন বা পনির রাখতে পারেন মেনুতে। ভাত-রুটি খাওয়া এড়িয়ে চলুন।