চলতি ২০১৬-১৭ অর্থবছরের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন অ-আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সর্বোচ্চ লোকসানে রয়েছে। বিপিসির পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৮৭০ কোটি ৪ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। ২০১৭ সালের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এসব তথ্য তুলে ধরা হয়। এ অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বিপিসির নিট মুনাফা ৭ হাজার ৩৩৪ কোটি ১৩ লাখ টাকা। অন্যদিকে ওই একই সময়ে বিপিডিবি ৫ হাজার ১৪১ কোটি ২৭ লাখ টাকা লোকসান দিয়েছে। যদিও চলতি বছরে বিপিসির মুনাফা কমেছে ১ হাজার ৭০৬ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটি গত ২০১৫-১৬ অর্থবছরে ৯ হাজার ৪০ কোটি ৭ লাখ টাকা মুনাফা অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডে লোকসানের ক্ষেত্রে ঠিক বিপরীত চিত্র দেখা গেছে। পিডিবির লোকসান ১ হাজার ২৭৪ কোটি ৫১ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে নিট লোকসান ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে সবচেয়ে কম মুনাফাধারী প্রতিষ্ঠান হল-বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট (বিএসআরআই)। প্রতিষ্ঠানটি মাত্র পাঁচ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। অন্যদিকে সবচেয়ে কম লোকসান দিয়েছে বাংলাদেশ জুট করপোরেশন (বিজেসি)। প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ৫৯ লাখ টাকা। বর্তমানে দেশে অ-আর্থিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে ৪৫টি। এর মধ্যে শিল্প ও বাণিজ্য খাতে ৯টি, বিদ্যুত্, গ্যাস ও পানি সেবায় পাঁচটি, পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে সাতটি, কৃষি খাতে দুটি, নির্মাণ খাতে পাঁচটি ও সেবা খাতে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২০১৬-১৭ অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো সব মিলিয়ে ৬ হাজার ৬১৬ কোটি ৬৮ লাখ টাকা নিট মুনাফা করেছে। অন্য সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের নিট মুনাফা বৃদ্ধি পেয়ে ৯২৩ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে। মুনাফা কমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সংস্থাটির ২০১৫-১৬ অর্থবছরের নিট মুনাফা ৫৫৬ কোটি ২৫ লাখ টাকা থেকে হ্রাস পেয়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত হয়েছে ৫৩৯ কোটি ৮৪ লাখ টাকা। অন্যদিকে চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের পর (বিপিডিবি) দ্বিতীয় সর্বোচ্চ লোকসানি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির এপ্রিল পর্যন্ত লোকসানের পরিমাণ ৯৭৫ কোটি ৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটি গত ২০১৫-১৬ অর্থবছরে ২০২ কোটি ২০ লাখ টাকা লোকসান দিয়েছে। লোকসান কমেছে বাংলাদেশ পাটকল করপোরেশনেরও। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত পাটকল করপোরেশনের নিট লোকসান ৬৫৬ কোটি ৩০ লাখ টাকা থেকে কমে ৫৩০ কোটি ৮৯ লাখ টাকা হয়েছে বলে ২০১৭ সালের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ
পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব: বাঁধন
সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
নারীর তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে পুরুষ ভোটার
শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ–পার্নো
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের অপকর্ম নিচে পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
সবচেয়ে লোকসানে পিডিবি সর্বোচ্চ মুনাফা বিপিসির
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
- 437
Tag :
জনপ্রিয় সংবাদ