তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৪ জুন) রাতে সুইডেন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দেশটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে অংশগ্রহন করেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে স্টকহোম আন্তর্জাতিক বিমানবন্দর অরলান্ডায় এসে পৌঁছলে সুইডেন সরকারের চিফ অব প্রটোকল ক্লাস মলিন, বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার ও তার স্ত্রীসহ সুইডেনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় দেশটির সামরিক বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদর্শন করেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে শেখ হাসিনা ও স্টিফেন লোফভেনের মধ্যে সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক হবার কথা রয়েছে। এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও বাণিজ্য উন্নয়নের ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই নেতার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ইশতেহার অথবা ঘোষণাপত্র সই হওয়ার কথা রয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এসবিবিসি) এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই, ঢাকা) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। বৈঠক শেষে সুইডিশ প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এর পর দেশটির রাজকীয় প্যালেসে রাজা কার্ল গুস্তাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তিনি প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় বাংলাদেশ-সুইডেন ব্যবসা ও বিনিয়োগ ফোরামে বক্তব্য দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে সুইডিশ পোশাক জায়ান্ট এইচঅ্যান্ডএম, এবিবি ও দেশটির সবচেয়ে বড় ইনভেস্টর গ্রুপ জ্যাকব ওয়ালেনবার্গের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। আগামী শনিবার ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
সংবাদ শিরোনাম :
দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু
প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে: চীনের রাষ্ট্রদূত
হুট করেই সেন্সরে শাকিবের ‘অন্তরাত্মা
সাতসকালে ঢাকার বায়ুদূষণের কী পরিস্থিতি
রামপুরায় সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল
গ্রেপ্তার ইস্তাম্বুলের মেয়র, বিরাট বিক্ষোভ তুরস্কে
ঈদের ট্রেনযাত্রা শুরু, আজ বিক্রি হচ্ছে ফিরতি ৩ এপ্রিলের টিকিট
বিভেদ বাড়িয়ে ঐক্যের ডাকে কাজ হবে তো
রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি বিজিবি সদস্য বিল্লালের মরদেহ বাড়ির পথে
সুইডেনে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- 354
Tag :
জনপ্রিয় সংবাদ