ঢাকা , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল পাওয়া গেল যেখানে

পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা।

গতকাল মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকা থেকে পিস্তল উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল, ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে একটি বাক্স, একটি ৩২ বোর ৭.৬২ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫ রাউন্ড গুলি, পাঁচটি ক্লিনিং কিট এবং একটি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক অনুসন্ধান ও লাইসেন্স থেকে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্ধার করা অস্ত্র ও গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল পাওয়া গেল যেখানে

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে

পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা।

গতকাল মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকা থেকে পিস্তল উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল, ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে একটি বাক্স, একটি ৩২ বোর ৭.৬২ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫ রাউন্ড গুলি, পাঁচটি ক্লিনিং কিট এবং একটি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক অনুসন্ধান ও লাইসেন্স থেকে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্ধার করা অস্ত্র ও গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।