পঞ্চগড় জেলার একদম কাছে হিমালয় পর্বত অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য জেলার তুলনায় এখানে শীত একটু ভিন্নভাবে আসে। কখনও হাল্কা আবার কখনও তীব্র শীত অনুভূত হয়। বরাবরই পুরো জেলাজুড়ে শীতের প্রকোপ একটু বেশি থাকে। এখানে শীতের আগমন যেমন আগে ঘটে, তেমনি শীতও যায় একটু দেরিতে।
এবার হেমন্তেই পঞ্চগড়ে শীতের দেখা মিললেও শীতের তীব্রতা বেড়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। জানুয়ারির শুরু থেকে এ জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। কখনও মৃদু আবার কখনও মাঝারি। জানুয়ারি এলেই প্রান্তিক এ জনপদের তাপমাত্রা কমতে থাকে পাল্লা দিয়ে। সেই সঙ্গে শীতের তীব্রতাও বাড়ে কয়েক গুণ। গত কয়েকদিন ধরে এ জেলার তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
আজ সোমবার সকাল ৯ টায় ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা আকাশ ও হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা অনেকটা বাড়িয়ে দিয়েছে।
গত কয়েক দিন ধরে দিনে সূর্যের দেখা মিললেও তাতে কাঙ্খিত উত্তাপ মিলছে না। তবে আজ সকালেই কুয়াশা ভেদ করে সূর্যের মুখ দেখা যাওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। আবার বিকেল গড়াতেই তাপমাত্রা নামতে থাকে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ে কুয়াশা আর ঠাণ্ডা বাতাস। রাতভর বৃষ্টির ফোটার মতো ঝরে কুয়াশা। সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে পথঘাট। টানা শৈত্য প্রবাহে উত্তরের এই জনপদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। তেমন কাজ না থাকায় এই সময়টিতে দৈনিক আয় নির্ভর মানুষের অনেকেই বেকার হয়ে পড়েছেন।
সামর্থ্যবানরা লেপ তোষক কম্বল ব্যবহার করলেও ছিন্নমূল অসহায় নিম্ন আয়ের মানুষগুলো ছেঁড়া কাঁথা কম্বল জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অনেকে রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান. গতকালের চেয়ে আজ সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল রবিবার সকাল ৯ টায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার সকাল ৯ টায় ১২ দশমি ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বয়ে যাচ্ছে হিম শীতল বাতাস ।
তিনি জানান, উপরি আকাশে মেঘ জমায় তাপমাত্রা বেড়েছে। বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। ঘন্টায় ৬-৮ কিলোমিটার বেগে বাতাস বইছে।