গত পাঁচটি ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিপূরণ পাবেন। যেসব কর্মকর্তা-কর্মচারী নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপের নির্বাচনেও যদি কেউ হতাহত হন তারাও ক্ষতিপূরণ পাবেন।
জানা যায়, গত পাঁচটি ধাপের নির্বাচনে সাতজন আনসার, দুই পুলিশসহ বেশ কয়েকজন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া নির্বাচনে দায়িত্বরতদের অনেকেই আহত হন। এজন্য ইতিমধ্যেই তালিকার কাজ শুরু করেছে ইসি। যাচাই-বাছাই চলছে বলে সূত্র জানিয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সহিংসতা ছাড়াও নির্বাচনী কাজে দায়িত্বরতদের মধ্যে যারা দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সহায়তা দেয়া হবে।
সূত্র জানায়, নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তিকে ১ থেকে ২ লাখ টাকা, যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের ৫ হাজার টাকা এবং যারা হাসপাতালে ছিলেন তাদের জন্য ১০ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে ইসি।