ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

৪০ হাজার যাত্রীর হজ পালন অনিশ্চিত : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ ই-ভিসা ও পরিবহণ জটিলতার সমাধান না হলে এ বছর ৪০ হাজার যাত্রীর হজ পালন করা অনিশ্চিত হয়ে পড়বে। এ  কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ৪৫ হাজার লোকের ভিসা হয়েছে; কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো তারা যাত্রী নিচ্ছে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে, ওই ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না। এটা তো বিমানের কিছু করার নেই। কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের উদাসীনতা ও হাব কার্যালয়ের ধীরগতির সমালোচনা করেন রাশেদ খান মেনন জানান, সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। গত সাত দিনে যাত্রী সঙ্কটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

৪০ হাজার যাত্রীর হজ পালন অনিশ্চিত : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ই-ভিসা ও পরিবহণ জটিলতার সমাধান না হলে এ বছর ৪০ হাজার যাত্রীর হজ পালন করা অনিশ্চিত হয়ে পড়বে। এ  কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ৪৫ হাজার লোকের ভিসা হয়েছে; কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো তারা যাত্রী নিচ্ছে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে, ওই ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না। এটা তো বিমানের কিছু করার নেই। কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের উদাসীনতা ও হাব কার্যালয়ের ধীরগতির সমালোচনা করেন রাশেদ খান মেনন জানান, সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। গত সাত দিনে যাত্রী সঙ্কটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।