বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় এক রোহিঙ্গা নারীর মৃতদেহ ভেসে এসেছে। সোমবার এই নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ভরাখালে মুখভাঙা এলাকায় সোমবার (১৬ অক্টোবর) ভোররাত চারটায় নৌকাডুবির ঘটনাটি ঘটে।
রোববার রাত ১২টায় মিয়ানমারের মংডুর শহরের দংখালী গ্রাম থেকে নৌকাটি ছেড়ে আসে। নৌকাটিতে ৬০-৬৫ জনের মতো রোহিঙ্গা ছিল। এদের মধ্যে প্রায় ৩০টি শিশু ছিল। নৌকাডুবির পর সাত শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গা বোঝাই ছোট-বড় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮৩ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের মৃতদেহের মধ্যে ৯১টি শিশু, ৬৩ জন নারী ও ২৯ জন পুরুষ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আরও একটি নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপ ভরাখালের উত্তরপাড়া এলাকায় জোয়ারের সঙ্গে এক নারীর লাশ ভেসে আসে। পরে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে পাঁচ শিশু ও সাতজন নারী।