জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন যোগদান শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। এর আগে লন্ডন ও কানাডা সফর শেষে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা।
আশরাফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় দলের সর্বস্তরের
নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন এবং বিকেলে ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শিশু-কিশোর, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর, লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিকরা উপস্থিত থাকবেন।
মধ্যবর্তী কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যদি মনে করেন সেটা হবে, না হয় হবে না। তবে সংবিধান লঙ্ঘন করে কিছুই করা হবে না।’
আওয়ামী লীগের কাউন্সিলে পাকিস্তানের কেউ থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এ বিষয়ে এখানো সিদ্ধান্ত হয়নি। তবে এ কথাতো সবারই জানা পাকিস্তানেও আমাদের স্বাধীনতার পক্ষের কিছু দল আছে, মানুষ আছে যারা দেশকালের ঊর্ধ্বে উঠে মানবতাবাদী। সে বিবেচনায় তাদের আহ্বান করাও হতে পারে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমরা জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সে বিবেচনায় যদি বিএনপিতে জঙ্গি থাকে তাহলে তাকে বিএনপি হিসেবে নয় জঙ্গি হিসেবে গ্রেফতার করা হবে।’
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকও এ সময় উপস্থিত ছিলেন।