বাঙালী কণ্ঠ নিউজঃ নির্বাচনে প্রত্যেক দলকে সৎ ও চরিত্রবান প্রার্থী দেখে মনোনয়ন দেবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আজ সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ এমন সরকারকে নির্বাচিত করবে যারা দেশকে উন্নয়ন করতে চায়।
জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, যে ব্যক্তি চাকুরী দেবার নাম করে টাকা খায়, যে ব্যক্তি টিআর কাবিখা থেকে চাল ডাল খেয়ে ফেলতে চায়, সে ধরণের কাউকে ভোট দেওয়া যাবে না। তাই সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারি বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি এড. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মোঃ আফজাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণসহ ৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
এর আগে রাষ্ট্রপতি বিকেল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারে করে অষ্টগ্রাম হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় অষ্টগ্রাম ডাক বাংলো চত্বরে রাষ্ট্রপেিত গার্ড অব অনার দেওয়া হয়।