নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
দলীয় মনোনয়ন পেয়ে সেলিনা হায়াৎ আইভীর প্রথম প্রতিক্রিয়া ছিল- ‘আমি ভীষণ
খুশি।’ তাকে প্রার্থী মনোনীত করায় তিনি দলের সভাপতি শেখ হাসিনাকে সালাম করেন এবং তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
এর আগে আইভী গত বৃহস্পতিবার দুপুরেও বলেন, ‘আমি আশা করি, আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে।’ তিনি বলেন,‘তবে দল যে সিদ্ধান্ত আমি সেটাই মেনে নেব। ’
এর আগে বৃহস্পতিবার রাতে নাসিকের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য লিখিত আবেদন করেন তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হবে দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম। নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।