ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নতুন ‘সীমান্ত জার’ অভিবাসীদের বিরুদ্ধে কতটা কঠোর হবেন জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা প্রাথমিকে শিক্ষার্থীদের খাবার কর্মসূচি চালু করা হবে : উপদেষ্টা উপদেষ্টা ফারুকী-বশিরকে নিয়ে বিতর্ক, যা বললেন মাহফুজ আলম নেতাকর্মীদের রেখে স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর জলবায়ু সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এলডিসি’র বৈঠকে যা বললেন ড. ইউনূস ঊনপঞ্চাশে আমিশার জীবনে প্রেম

কয়েকটি প্রস্তাবের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন রাষ্ট্রপতি

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবগুলোর কয়েকটির মধ্যে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় ১০-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

গণতন্ত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ


উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, নির্বাচনকে ‘খেলোয়াড় সুলভ চেতনা’ থেকেই বিবেচনা করা উচিত। ৪৫-মিনিট স্থায়ী বৈঠকে ওয়ার্কার্স পার্টি ‘সার্চ কমিটি’ ও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৮-দফা প্রস্তাবনা তুলে ধরে। বৈঠকে দলের প্রস্তাবনা পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। প্রতিনিধিদল রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের প্রশংসা করে এবং তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনায় নির্বাচন কমিশনে দুইজন নারীকে অন্তর্ভুক্ত করা এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে। আলোচনাকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন।

এছাড়াও তিনি এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এবং জাতীয় পার্টির সাথে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ট্রাম্পের নতুন ‘সীমান্ত জার’ অভিবাসীদের বিরুদ্ধে কতটা কঠোর হবেন

কয়েকটি প্রস্তাবের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবগুলোর কয়েকটির মধ্যে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় ১০-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

গণতন্ত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ


উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, নির্বাচনকে ‘খেলোয়াড় সুলভ চেতনা’ থেকেই বিবেচনা করা উচিত। ৪৫-মিনিট স্থায়ী বৈঠকে ওয়ার্কার্স পার্টি ‘সার্চ কমিটি’ ও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৮-দফা প্রস্তাবনা তুলে ধরে। বৈঠকে দলের প্রস্তাবনা পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। প্রতিনিধিদল রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের প্রশংসা করে এবং তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনায় নির্বাচন কমিশনে দুইজন নারীকে অন্তর্ভুক্ত করা এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে। আলোচনাকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন।

এছাড়াও তিনি এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এবং জাতীয় পার্টির সাথে আলোচনা করেন।