বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে মহানগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম সৌরভ সেন (১৮)। তিনি রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের ছাত্র। থাকেন সাধুর মোড় এলাকার একটি ছাত্রাবাসে। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার খাশিয়াখালি গ্রামে। বাবার নাম দিলিপ সেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে সৌরভ ছাত্রাবাস থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে তার মাথার পেছনে ছুরিকাঘাত করে।
এরপর সৌরভের একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সৌরভকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এখন তিনি আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। আর ঘটনার সাথে সম্পৃক্তদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।