ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুব সহজে সাজের ধাপগুলো জানা থাক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ যতই বলছি করোনাকাল, তারপরও এই শীতের আগেই ঘরোয়া গেটটুগেদার, অফিসের ছোটখাটো অনুষ্ঠান বা  বিয়ে, সবই চলছে। আর এসব অনুষ্ঠানে যোগ দিতে মেয়েদের একটু সাজগোজ তো করতেই হয়।

 অল্প সময়ে খুব সহজে সাজের ধাপগুলো জেনে নিন:

স্টেপ ১
প্রথমে মুখটাকে ভালভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। স্কিনে
সেট হওয়ার জন্য ২/৩ মিনিট অপেক্ষা করুন।
স্টেপ ২
তারপর ফাউন্ডেশন লাগিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে তার ওপর কমপ্যাক্ট পাউডার
লাগিয়ে নিন।

স্টেপ ৩
এরপর চোখের পাতায় আইশ্যাডো লাগিয়ে নিন এবং আইশ্যাডো লাগানোর সময়
আপনার অবশ্যই মনে রাখতে হবে আইশ্যাডো কালার যেন ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়।
স্টেপ ৪
আইশ্যাডো লাগানোর পরে চোখের ওপর গ্লিটার, তারপর মাশকারা দিয়ে চোখটাকে
আরও সুন্দর করে সাজিয়ে নিন।
স্টেপ ৫
আইশ্যাডো দেওয়ার পর আইল্যাশ, আইলাইনার দিয়ে চোখের সাজ শেষ করতে হবে।
স্টেপ ৬
এরপর আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো দুটোকে সেপ করে একে নিয়ে তারপর ব্রাউন
কালার আইব্রো পেন্সিল দিয়ে এঁকে নিন।
স্টেপ ৭
এরপর ঠোঁটের সাঁজ। ঠোঁট দুটো যেন বেশি আকর্ষণীয় লাগে সেজন্য প্রথমে লিপ
পেন্সিল দিয়ে ঠোঁট দুটো এঁকে নিন। তারপর লিপস্টিক লাগিয়ে ওপরে লিপগ্লজ
লাগিয়ে নিলে অনেক সুন্দর লাগবে।
স্টেপ ৮
এই স্টেপে গিয়ে আপনার মুখে ব্লাশন লাগিয়ে কন্টর করে হাইলাইটার দিয়ে আপনার মেকআপ লুক কমপ্লিট করুন।
স্টেপ ৯
আপনার মেকআপ শেষ করে চুল বেধে নিতে পারেন। যদি পার্টি মেকআপ হয়
তাহলে চুলগুলোকে খোলা রাখতে পারেন বা হাল্কা কার্ল করতে পারেন।
স্টেপ ১০
সবশেষে মেকআপ স্থায়ী করতে সেটিং স্প্রে লাগিয়ে মেকআপ সেট করে
নিতে পারেন।

সাজগোজ করে বের হওয়ার আগে অবশ্যই মাস্ক পরে নিন। আর সঙ্গে একটা ছোট হ্যাল্ড স্যানিটাইজার রাখুন। চোখে, মুখে-নাকে হাত দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খুব সহজে সাজের ধাপগুলো জানা থাক

আপডেট টাইম : ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ যতই বলছি করোনাকাল, তারপরও এই শীতের আগেই ঘরোয়া গেটটুগেদার, অফিসের ছোটখাটো অনুষ্ঠান বা  বিয়ে, সবই চলছে। আর এসব অনুষ্ঠানে যোগ দিতে মেয়েদের একটু সাজগোজ তো করতেই হয়।

 অল্প সময়ে খুব সহজে সাজের ধাপগুলো জেনে নিন:

স্টেপ ১
প্রথমে মুখটাকে ভালভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। স্কিনে
সেট হওয়ার জন্য ২/৩ মিনিট অপেক্ষা করুন।
স্টেপ ২
তারপর ফাউন্ডেশন লাগিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে তার ওপর কমপ্যাক্ট পাউডার
লাগিয়ে নিন।

স্টেপ ৩
এরপর চোখের পাতায় আইশ্যাডো লাগিয়ে নিন এবং আইশ্যাডো লাগানোর সময়
আপনার অবশ্যই মনে রাখতে হবে আইশ্যাডো কালার যেন ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়।
স্টেপ ৪
আইশ্যাডো লাগানোর পরে চোখের ওপর গ্লিটার, তারপর মাশকারা দিয়ে চোখটাকে
আরও সুন্দর করে সাজিয়ে নিন।
স্টেপ ৫
আইশ্যাডো দেওয়ার পর আইল্যাশ, আইলাইনার দিয়ে চোখের সাজ শেষ করতে হবে।
স্টেপ ৬
এরপর আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো দুটোকে সেপ করে একে নিয়ে তারপর ব্রাউন
কালার আইব্রো পেন্সিল দিয়ে এঁকে নিন।
স্টেপ ৭
এরপর ঠোঁটের সাঁজ। ঠোঁট দুটো যেন বেশি আকর্ষণীয় লাগে সেজন্য প্রথমে লিপ
পেন্সিল দিয়ে ঠোঁট দুটো এঁকে নিন। তারপর লিপস্টিক লাগিয়ে ওপরে লিপগ্লজ
লাগিয়ে নিলে অনেক সুন্দর লাগবে।
স্টেপ ৮
এই স্টেপে গিয়ে আপনার মুখে ব্লাশন লাগিয়ে কন্টর করে হাইলাইটার দিয়ে আপনার মেকআপ লুক কমপ্লিট করুন।
স্টেপ ৯
আপনার মেকআপ শেষ করে চুল বেধে নিতে পারেন। যদি পার্টি মেকআপ হয়
তাহলে চুলগুলোকে খোলা রাখতে পারেন বা হাল্কা কার্ল করতে পারেন।
স্টেপ ১০
সবশেষে মেকআপ স্থায়ী করতে সেটিং স্প্রে লাগিয়ে মেকআপ সেট করে
নিতে পারেন।

সাজগোজ করে বের হওয়ার আগে অবশ্যই মাস্ক পরে নিন। আর সঙ্গে একটা ছোট হ্যাল্ড স্যানিটাইজার রাখুন। চোখে, মুখে-নাকে হাত দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখুন।