ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজ প্রিয়জনকে দিন একগুচ্ছ লাল গোলাপ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রেমিক-প্রেমিকা হোক বা প্রিয়জন—গোলাপ উপহার দেয়ার দিন আজই। হতে সেটার রঙ হতে হবে লাল! ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে এই ফুল। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে।

প্রতি বছরের ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ পালিত হয়। তবে আজ লাল গোলাপের দিন! ১২ জুন পুরো বিশ্বে ‘লাল গোলাপ দিবস’ ঘটা করা পালিত হয়।

লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রং। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশের জন্য লাল গোলাপ ফুলকেই বেছে নেয়। শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের মাধ্যম লাল গোলাপ ফুলের ব্যবহার হয়ে আসছে। ভূয়সী প্রসংশা ও অথবা অনেক বড়  প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতেও রয়েছে লাল গোলাপ। তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক এটি।

জুন মাসের এ সময়ে লাল গোলাপ তার পূর্ণ সৌন্দর্য ও সুবাস নিয়ে প্রস্ফুটিত হয়। এক দশক ধরে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের দেশে ঘটা করে পালন না হলেও, আপনি একগুচ্ছ গোলাপ হাতে নিলে ক্ষতি কি!

আজ ফেরার পথে একগুচ্ছ বৃষ্টিভেজা লাল গোলাপ নিয়েই আসুন না প্রিয় মানুষের জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আজ প্রিয়জনকে দিন একগুচ্ছ লাল গোলাপ

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রেমিক-প্রেমিকা হোক বা প্রিয়জন—গোলাপ উপহার দেয়ার দিন আজই। হতে সেটার রঙ হতে হবে লাল! ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে এই ফুল। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে।

প্রতি বছরের ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ পালিত হয়। তবে আজ লাল গোলাপের দিন! ১২ জুন পুরো বিশ্বে ‘লাল গোলাপ দিবস’ ঘটা করা পালিত হয়।

লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রং। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশের জন্য লাল গোলাপ ফুলকেই বেছে নেয়। শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের মাধ্যম লাল গোলাপ ফুলের ব্যবহার হয়ে আসছে। ভূয়সী প্রসংশা ও অথবা অনেক বড়  প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতেও রয়েছে লাল গোলাপ। তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক এটি।

জুন মাসের এ সময়ে লাল গোলাপ তার পূর্ণ সৌন্দর্য ও সুবাস নিয়ে প্রস্ফুটিত হয়। এক দশক ধরে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের দেশে ঘটা করে পালন না হলেও, আপনি একগুচ্ছ গোলাপ হাতে নিলে ক্ষতি কি!

আজ ফেরার পথে একগুচ্ছ বৃষ্টিভেজা লাল গোলাপ নিয়েই আসুন না প্রিয় মানুষের জন্য।