ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থানি আনারকলিতে আনুশকা

বাঙালী কণ্ঠ নিউজঃ  আজ মুক্তি পাচ্ছে শাহরুখ খান এবং আনুশকা শর্মার ‘জাব হ্যারি মেট সেজাল।’ এই কয়দিন প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন সিনেমার কলাকুশলীরা। ফ্ল্যাশলাইটে উঠে এসেছে ফ্যাশনেবল আনুশকা শর্মার স্টাইল স্টেটমেন্ট। ছবির প্রচারে অনুশকা যেখানেই গেছেন, সেখানেই প্রশংসিত হয়েছেন তার সাজগোজ এবং পোশাকের জন্য। সম্প্রতি তাকে দেখা গেল উর্বশী করের ডিজাইনে তৈরি আনারকলিতে পোশাকে। প্যাস্টেল রংয়ের ওপর রাজস্থানের বিখ্যাত ‘লেহেরিয়া’ প্রিন্টের আনারকলি অনুশকার সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছিল। ফুলহাতা কামিজের সঙ্গে গোলাপি কুচি বসানো পাড়ের ওড়না ছিল।অনুষঙ্গ হিসেবে অঙ্কিত খুল্লারের ডিজাইন করা দুল ও কিউরিও কটেজের তৈরি বালা পরেছিলেন তিনি। পায়ে পরেছিলেন নাগড়া জুতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রাজস্থানি আনারকলিতে আনুশকা

আপডেট টাইম : ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  আজ মুক্তি পাচ্ছে শাহরুখ খান এবং আনুশকা শর্মার ‘জাব হ্যারি মেট সেজাল।’ এই কয়দিন প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন সিনেমার কলাকুশলীরা। ফ্ল্যাশলাইটে উঠে এসেছে ফ্যাশনেবল আনুশকা শর্মার স্টাইল স্টেটমেন্ট। ছবির প্রচারে অনুশকা যেখানেই গেছেন, সেখানেই প্রশংসিত হয়েছেন তার সাজগোজ এবং পোশাকের জন্য। সম্প্রতি তাকে দেখা গেল উর্বশী করের ডিজাইনে তৈরি আনারকলিতে পোশাকে। প্যাস্টেল রংয়ের ওপর রাজস্থানের বিখ্যাত ‘লেহেরিয়া’ প্রিন্টের আনারকলি অনুশকার সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছিল। ফুলহাতা কামিজের সঙ্গে গোলাপি কুচি বসানো পাড়ের ওড়না ছিল।অনুষঙ্গ হিসেবে অঙ্কিত খুল্লারের ডিজাইন করা দুল ও কিউরিও কটেজের তৈরি বালা পরেছিলেন তিনি। পায়ে পরেছিলেন নাগড়া জুতা।