বাঙালী কণ্ঠ নিউজঃ যারা স্বাস্থ্য সচেতন তারা নড়েচড়ে বসুন। এবার আর শুধু অতিরিক্ত খেলেই নয়, খাবারের ঘ্রাণ শুঁকলেও মোটা হয়ে যেতে পারেন আপনি। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গিয়েছে। গবেষকরা জানাচ্ছেন, বেশ কিছু ইঁদুরের ওপর গবেষণা চালানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানে আকারে স্থূলকায় ইঁদুরদের ঘ্রাণশক্তি হ্রাস করে দেওয়া হয় কৃত্রিম উপায়ে।
এবার সেই ইঁদুরদের হাই ক্যালোরি যুক্ত ডায়েট দেওয়া হলেও দেখা যায়, তাদের ওজন অস্বাভাবিকরকমভাবে কমে গিয়েছে। উল্টোদিকে, আবার আকারে ক্ষীণকায় কিছু ইঁদুরদের লো ক্যালোরিযুক্ত ডায়েট দেওয়া হলেও শুধুমাত্র সুগন্ধি প্রয়োগ করার ফলে তাদের ওজন দ্বিগুণ হয়েছে- এমনটাও দেখা গিয়েছে।
ইঁদুরদের মতো একইরকম প্রভাব পড়তে পারে মানুষের শরীরেও। তারাও ঘ্রাণশক্তির এমন অদ্ভূত আচরণের শিকার হতে পারেন। গবেষকদের মতে, ইঁদুরগুলোর উপর যে পরীক্ষা চালানো হয়েছিল, সেই একই পরীক্ষা যদি মানুষের উপর চালিয়েও সফল হয়, তাহলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে যাবে।