ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যখন সালমানের সঙ্গে দেখা তখন আমি সবে আঠারো

বাঙালী কণ্ঠ নিউজঃ  বলিউডের কুউন অব হার্টস ক্যাটরিনা কায়েফ তার প্রথম সফলতার কথা তুলে ধরলেন। তাও আবার সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে। আর ওটাই নাকি তার জীবনের সবচেয়ে স্মৃতিময় সময় বলে জানান এই লাস্যময়ী।

৩৩ বছর বয়সী অভিনেত্রী জানান, ২০০৩ সালে কাইজাদ গুস্তাদের ‘বুম’ মুভির মাধ্যমে অভিষেখ ঘঠে তার। কিন্তু ছবিটি ফ্লপ ছিল। তার প্রথম হিট মুভি ছিল ২০০৫ সালে। সালমানের সঙ্গে ‘মেইনে পেয়ার কিউ কিয়া?’র মাধ্যমে। পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।

আঠারো বছর বয়সে সবচেয়ে স্মৃতিময় ও দুষ্টু কোন কাজটি করেছিলেন ক্যাট? এ প্রশ্নের জবাবে বলেন, সালমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন আমার বয়স সবে আঠারো। আর তার সঙ্গে পরিচয় হওয়াটাই জীবনের সবচেয়ে স্মৃতিময় বিষয়।

তবে এ প্রসঙ্গে একটু মজা করতে ছাড়লেন সাল্লু। বললেন, কোনো দুষ্টামি আমি করিনি। এমন কিছুও করিনি যা স্মৃতিতে জমা থাকবে।

দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) অ্যাওয়ার্ডসের ১৮তম আসরে পারফর্ম করবেন সালমান এবং তার সাবেক প্রেমিকা ক্যাট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

যখন সালমানের সঙ্গে দেখা তখন আমি সবে আঠারো

আপডেট টাইম : ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ  বলিউডের কুউন অব হার্টস ক্যাটরিনা কায়েফ তার প্রথম সফলতার কথা তুলে ধরলেন। তাও আবার সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে। আর ওটাই নাকি তার জীবনের সবচেয়ে স্মৃতিময় সময় বলে জানান এই লাস্যময়ী।

৩৩ বছর বয়সী অভিনেত্রী জানান, ২০০৩ সালে কাইজাদ গুস্তাদের ‘বুম’ মুভির মাধ্যমে অভিষেখ ঘঠে তার। কিন্তু ছবিটি ফ্লপ ছিল। তার প্রথম হিট মুভি ছিল ২০০৫ সালে। সালমানের সঙ্গে ‘মেইনে পেয়ার কিউ কিয়া?’র মাধ্যমে। পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।

আঠারো বছর বয়সে সবচেয়ে স্মৃতিময় ও দুষ্টু কোন কাজটি করেছিলেন ক্যাট? এ প্রশ্নের জবাবে বলেন, সালমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন আমার বয়স সবে আঠারো। আর তার সঙ্গে পরিচয় হওয়াটাই জীবনের সবচেয়ে স্মৃতিময় বিষয়।

তবে এ প্রসঙ্গে একটু মজা করতে ছাড়লেন সাল্লু। বললেন, কোনো দুষ্টামি আমি করিনি। এমন কিছুও করিনি যা স্মৃতিতে জমা থাকবে।

দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) অ্যাওয়ার্ডসের ১৮তম আসরে পারফর্ম করবেন সালমান এবং তার সাবেক প্রেমিকা ক্যাট।