ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্যুরিস্ট গাইড শাহরুখ খান

www.hdfinewallpapers.com

বাঙালী কণ্ঠ নিউজঃ   বলিউড বাদশা শাহরুখ খান। অনানুষ্ঠানিকভাবে এসআরকে নামে ডাকা হয় এই অভিনেতাকে। অভিনয়ে জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। কেউ তাকে বলে ‘অতি-অভিনেতা’, আবার কেউ তাকে বলে অভিনয় জগতের ঈশ্বর। এবার সেই শাহরুখের মুকুটে জুড়ল নতুন পালক। বাংলার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। আর সেই সুবাদে তাকে এবার রাজস্থানের ট্যুরিস্ট গাইডের তরফে সম্মানিত করা হলো।

জানা গেছে, সম্প্রতি যোধপুরে নিজের আসন্ন ছবির প্রচারে গিয়েছিলেন শাহরুখ। সেই প্রচারে গিয়েই সম্মানিত হলেন কিং খান। ‘যব হ্যারি মেট সেজল’ ইমতিয়াজ আলি পরিচালিত ছবিতে হরবিন্দর ওরফে হ্যারি চরিত্রে গাইড অবতারে প্রথমবার শাহরুখ।

আর গুজরাটের এক উকিলের চরিত্রে আনুশকা শর্মা। ছবির দৃশ্যে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেন নায়িকা। তারপর তার পুরো জার্নিতে সাহায্য করেন গাইড শাহরুখ। শাহরুখ ভক্তরা তার এই ছবি দেখার জন্য বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন।

তবে ভক্তরা নন, একইভাবে উত্‍সাহিত রাজস্থান। গাইডের চরিত্রে অভিনয়ের জন্য তাই পুরস্কৃত করা হয়েছে শাহরুখকে। যোধপুর ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়েছে ৫১ বছর বয়সী এই অভিনেতাকে। এমন সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কিং খান।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ট্যুরিস্ট গাইড শাহরুখ খান

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ   বলিউড বাদশা শাহরুখ খান। অনানুষ্ঠানিকভাবে এসআরকে নামে ডাকা হয় এই অভিনেতাকে। অভিনয়ে জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। কেউ তাকে বলে ‘অতি-অভিনেতা’, আবার কেউ তাকে বলে অভিনয় জগতের ঈশ্বর। এবার সেই শাহরুখের মুকুটে জুড়ল নতুন পালক। বাংলার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। আর সেই সুবাদে তাকে এবার রাজস্থানের ট্যুরিস্ট গাইডের তরফে সম্মানিত করা হলো।

জানা গেছে, সম্প্রতি যোধপুরে নিজের আসন্ন ছবির প্রচারে গিয়েছিলেন শাহরুখ। সেই প্রচারে গিয়েই সম্মানিত হলেন কিং খান। ‘যব হ্যারি মেট সেজল’ ইমতিয়াজ আলি পরিচালিত ছবিতে হরবিন্দর ওরফে হ্যারি চরিত্রে গাইড অবতারে প্রথমবার শাহরুখ।

আর গুজরাটের এক উকিলের চরিত্রে আনুশকা শর্মা। ছবির দৃশ্যে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেন নায়িকা। তারপর তার পুরো জার্নিতে সাহায্য করেন গাইড শাহরুখ। শাহরুখ ভক্তরা তার এই ছবি দেখার জন্য বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন।

তবে ভক্তরা নন, একইভাবে উত্‍সাহিত রাজস্থান। গাইডের চরিত্রে অভিনয়ের জন্য তাই পুরস্কৃত করা হয়েছে শাহরুখকে। যোধপুর ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়েছে ৫১ বছর বয়সী এই অভিনেতাকে। এমন সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কিং খান।