ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় তিশাকে প্রেমিকা দাবি যুবকের, মামলার হুমকি

সামাজিক মাধ্যমে আলোচিত দম্পতি খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা আজ সোমবার বইমেলায় গিয়েছিলেন। সেখানে পাঠক ও দর্শনার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত এই দম্পতি। এছাড়া সিনথিয়া ইসলাম তিশাকে এক যুবক প্রেমিকা হিসেবে দাবি করেন। এ নিয়ে মুখ খুলেছেন তিশা।

‘এক যুবক আপনাকে প্রেমিকা’ হিসেবে দাবি করেছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, একটা ছেলে এসে এমন নেগেটিভ কথা বলেছে। ওই ছেলেকে আমি চিনি না। ওই ছেলের বিরুদ্ধে আমি মামলা করব।

এদিকে বইমেলায় এসে আবারও পাঠক ও দর্শনার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত এই দম্পতি। পরে বইমেলা ছাড়তে বাধ্য হন।

দর্শনার্থীদের ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্যে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে হয় তাদের।

আজ বিকেলে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) গেট দিয়ে বইমেলায় প্রবেশ করেন মুশতাক-তিশা দম্পতি। মেলায় কিছুক্ষণ অবস্থান করার পরেই একদল দর্শনার্থী ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে যান তারা। এ সময় মোবাইল ফোনে অনেককেই ভিডিও করতে দেখা যায়।

স্লোগান দেওয়া ব্যক্তিদের ওপর বিরক্ত হয়ে তিশা বলেন, ‘কতটুকু বিদ্যা অর্জন করলে কাউকে এভাবে গালি দেয়?’ তিনি আরও বলেন, ‘কারা স্লোগান দেয়, আমি তাদের দেখে ছাড়ব।’

বইমেলা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের উদ্দেশে খন্দকার মুশতাক বলেন, ‘বইমেলা একটি পবিত্র জায়গা। এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা পাঠক না। তারা মেলায় এসেছে এমন কাণ্ড ঘটানোর জন্য। আমি সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছি।’

এ সময় তিশা সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মানুষ বলছে, আমাদেরকে মেরে ফেলতে চায়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, আমার নিরাপত্তা কোথায়? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার নিরাপত্তা চাই।’

এর আগে গত শুক্রবার মুশতাক-তিশা দম্পতি বইমেলায় গেলে তাদের উদ্দেশে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেয় একদল যুবক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন তারা। মেলায় খন্দকার মুশতাক আহমেদের লেখা ‘তিশার ভালোবাসা’ নামের একটি বই এসেছে। এ বইয়ের প্রচার তথা বিপণনের উদ্দেশ্যেই মূলত বইমেলায় আসেন মুশতাক-তিশা দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বইমেলায় তিশাকে প্রেমিকা দাবি যুবকের, মামলার হুমকি

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

সামাজিক মাধ্যমে আলোচিত দম্পতি খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা আজ সোমবার বইমেলায় গিয়েছিলেন। সেখানে পাঠক ও দর্শনার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত এই দম্পতি। এছাড়া সিনথিয়া ইসলাম তিশাকে এক যুবক প্রেমিকা হিসেবে দাবি করেন। এ নিয়ে মুখ খুলেছেন তিশা।

‘এক যুবক আপনাকে প্রেমিকা’ হিসেবে দাবি করেছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, একটা ছেলে এসে এমন নেগেটিভ কথা বলেছে। ওই ছেলেকে আমি চিনি না। ওই ছেলের বিরুদ্ধে আমি মামলা করব।

এদিকে বইমেলায় এসে আবারও পাঠক ও দর্শনার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত এই দম্পতি। পরে বইমেলা ছাড়তে বাধ্য হন।

দর্শনার্থীদের ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্যে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে হয় তাদের।

আজ বিকেলে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) গেট দিয়ে বইমেলায় প্রবেশ করেন মুশতাক-তিশা দম্পতি। মেলায় কিছুক্ষণ অবস্থান করার পরেই একদল দর্শনার্থী ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে যান তারা। এ সময় মোবাইল ফোনে অনেককেই ভিডিও করতে দেখা যায়।

স্লোগান দেওয়া ব্যক্তিদের ওপর বিরক্ত হয়ে তিশা বলেন, ‘কতটুকু বিদ্যা অর্জন করলে কাউকে এভাবে গালি দেয়?’ তিনি আরও বলেন, ‘কারা স্লোগান দেয়, আমি তাদের দেখে ছাড়ব।’

বইমেলা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের উদ্দেশে খন্দকার মুশতাক বলেন, ‘বইমেলা একটি পবিত্র জায়গা। এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা পাঠক না। তারা মেলায় এসেছে এমন কাণ্ড ঘটানোর জন্য। আমি সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছি।’

এ সময় তিশা সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মানুষ বলছে, আমাদেরকে মেরে ফেলতে চায়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, আমার নিরাপত্তা কোথায়? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার নিরাপত্তা চাই।’

এর আগে গত শুক্রবার মুশতাক-তিশা দম্পতি বইমেলায় গেলে তাদের উদ্দেশে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেয় একদল যুবক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন তারা। মেলায় খন্দকার মুশতাক আহমেদের লেখা ‘তিশার ভালোবাসা’ নামের একটি বই এসেছে। এ বইয়ের প্রচার তথা বিপণনের উদ্দেশ্যেই মূলত বইমেলায় আসেন মুশতাক-তিশা দম্পতি।