ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাদক সম্রাজ্ঞী’ লাভলী গ্রেফতার

রাজধানীর মিরপুর থেকে একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ লাভলী ওরফে লাবণীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সেনাবাহিনীর সহায়তায় মিরপুরের পল্লবীর আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি তালেবুর জানান, লাভলী ওরফে লাবণী দীর্ঘদিন ধরে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, হেরোইন ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যাচেষ্টা ও চারটি মাদক মামলা রয়েছে।

লাভলী ওরফে লাবণীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাদক সম্রাজ্ঞী’ লাভলী গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর মিরপুর থেকে একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ লাভলী ওরফে লাবণীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সেনাবাহিনীর সহায়তায় মিরপুরের পল্লবীর আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি তালেবুর জানান, লাভলী ওরফে লাবণী দীর্ঘদিন ধরে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, হেরোইন ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যাচেষ্টা ও চারটি মাদক মামলা রয়েছে।

লাভলী ওরফে লাবণীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।