বাঙালী কণ্ঠ নিউজঃ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত সিনেমা ‘ষোল আনা প্রেম’। ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু হয়। বিদ্যুৎ পরিচালিত এ সিনেমাতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন নবাগত তানিয়া ও নির্জন।
সম্প্রতি এ সিনেমার কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। কিন্তু সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে এর কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেন সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সেন্সর সূত্র গণমাধ্যমকে জানিযেছে, সিনেমাটি কয়েকদিন আগে সেন্সরে প্রদর্শিত হয়। এতে কয়েকটি দৃশ্য কর্তন করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এসব দৃশ্য কর্তন করে জমা দিলেই সেন্সর বোর্ডের ছাড়পত্র দেয়া হবে।
উল্লেখ্য, মিথি ফিল্মসের প্রযোজনায় এ সিনেমায় গান থাকবে মোট পাঁচটি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুন্সী ওয়াদুদ। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। নৃত্য পরিচালনা করেছেন হাবিব ও জাকির।
‘ষোল আনা প্রেম’ সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিজু আহমেদ, কাজী হায়াত, আলেকজান্ডার বো, মিজু আহমেদ, রেবেকা, নাজমা প্রমুখ।