ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ মিললো আম গাছে নদী বাঁচাতে প্রয়োজনে দু’চারটি ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হবে যারা অর্থ নিয়ে দেশ ছেড়েছে তাদের অর্থ ফেরাতে চেষ্টা চলছে: গভর্নর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতির বিচার হবে: উপদেষ্টা ফরিদা আখতার শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম ২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে স্বস্তি ফিরছে পেঁয়াজের বাজারে নান্দাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ

ইন্দরের মৃত্যুতে সাবেক প্রেমিকার শোক

বাঙালী কণ্ঠ নিউজঃ  হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন বলিউড অভিনেতা ইন্দর কুমার। ৪৩ বছর বয়সে পৃথিবী ছাড়তে হলো তাকে। বলিউডের অনেকের সঙ্গেই তার সখ্য ছিলো। মহাতারকা সালমান খানের খুব কাছের মানুষ ছিলেন তিনি। এ অভিনেতার অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত তার সাবেক প্রেমিকা ইশা কপিকার।

ইশা কপিকার ও ইন্দর কুমারের মধ্যে ১২ বছর প্রেমের সম্পর্ক ছিলো। এরপর বনিবনা না হলে সম্পর্কটি ভেঙে যায়। যদিও তারা একে অন্যের সঙ্গে কখনোই কথা বন্ধ করেননি। ‘হাসিনা’ খ্যাত এ অভিনেত্রী  ২০০৯ সালে বিয়ে করেন হোটেল ব্যবসায়ী তিম্মি নারাংকে। একই বছর ইন্দরও দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাবেক প্রেমিকের মৃত্যুসংবাদ শুনে ভেঙে পড়েন ইশা। সাংবাদিককে তিনি বলেন, ‘আমি একটু আগেই এই দুঃসংবাদটি পেলাম। আমি গভীর ভাবে শোকাহত। এ রকম মৃত্যু একেবারেই কাম্য নয়। ইন্দরের বয়সও তো কম। মাত্র ৪৩। খবরটা শুনে আমি তাই বিশাল ধাক্কা খেয়েছি। ওর স্ত্রী ও মেয়ের জন্য আমার খুব খারাপ লাগছে। বিশেষ করে ইন্দরের স্ত্রী ও ভাই গোল্ডি সব সময় ওর পাশে থেকেছে।’

ইশা কপিকার আরও বলেন, ইন্দরের জীবনে অনেক চড়াই-উতরাই ছিল। তিনি নিজের ব্যাপারে একেবারেই দায়িত্বশীল ছিলেন না। কিছু বদ অভ্যাসই তাঁর অকালমৃত্যুর জন্য দায়ী বলে জানান তাঁর সাবেক এই প্রেমিকা। ইশার ভাষ্য, ‘ইন্দর একজন প্রতিভাবান শিল্পী ছিল। কিন্তু নিজের হাতে সে তা নষ্ট করেছে। সে আরেকটু দায়িত্বশীল হলেই আজকের এই ঘটনাটি ঘটত না আর সে আমাদের সঙ্গে আরও কিছুদিন থাকতে পারত। আমাদের আসলে নিজের অভিভাবক, ভাই, বোন, স্বামী, স্ত্রী ও সন্তানদের ব্যাপারে ভাবা উচিত। এতটা বেপরোয়া হলে চলে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ইন্দরের মৃত্যুতে সাবেক প্রেমিকার শোক

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন বলিউড অভিনেতা ইন্দর কুমার। ৪৩ বছর বয়সে পৃথিবী ছাড়তে হলো তাকে। বলিউডের অনেকের সঙ্গেই তার সখ্য ছিলো। মহাতারকা সালমান খানের খুব কাছের মানুষ ছিলেন তিনি। এ অভিনেতার অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত তার সাবেক প্রেমিকা ইশা কপিকার।

ইশা কপিকার ও ইন্দর কুমারের মধ্যে ১২ বছর প্রেমের সম্পর্ক ছিলো। এরপর বনিবনা না হলে সম্পর্কটি ভেঙে যায়। যদিও তারা একে অন্যের সঙ্গে কখনোই কথা বন্ধ করেননি। ‘হাসিনা’ খ্যাত এ অভিনেত্রী  ২০০৯ সালে বিয়ে করেন হোটেল ব্যবসায়ী তিম্মি নারাংকে। একই বছর ইন্দরও দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাবেক প্রেমিকের মৃত্যুসংবাদ শুনে ভেঙে পড়েন ইশা। সাংবাদিককে তিনি বলেন, ‘আমি একটু আগেই এই দুঃসংবাদটি পেলাম। আমি গভীর ভাবে শোকাহত। এ রকম মৃত্যু একেবারেই কাম্য নয়। ইন্দরের বয়সও তো কম। মাত্র ৪৩। খবরটা শুনে আমি তাই বিশাল ধাক্কা খেয়েছি। ওর স্ত্রী ও মেয়ের জন্য আমার খুব খারাপ লাগছে। বিশেষ করে ইন্দরের স্ত্রী ও ভাই গোল্ডি সব সময় ওর পাশে থেকেছে।’

ইশা কপিকার আরও বলেন, ইন্দরের জীবনে অনেক চড়াই-উতরাই ছিল। তিনি নিজের ব্যাপারে একেবারেই দায়িত্বশীল ছিলেন না। কিছু বদ অভ্যাসই তাঁর অকালমৃত্যুর জন্য দায়ী বলে জানান তাঁর সাবেক এই প্রেমিকা। ইশার ভাষ্য, ‘ইন্দর একজন প্রতিভাবান শিল্পী ছিল। কিন্তু নিজের হাতে সে তা নষ্ট করেছে। সে আরেকটু দায়িত্বশীল হলেই আজকের এই ঘটনাটি ঘটত না আর সে আমাদের সঙ্গে আরও কিছুদিন থাকতে পারত। আমাদের আসলে নিজের অভিভাবক, ভাই, বোন, স্বামী, স্ত্রী ও সন্তানদের ব্যাপারে ভাবা উচিত। এতটা বেপরোয়া হলে চলে না।