যুক্তরাষ্ট্রে ক্রিশ্চিয়ানা গ্রিমি নামের এক শিল্পীকে মঞ্চে সংগীত পরিবেশনের সময় গুলি করে আহত করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো শহরে স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ২২ বছর বয়সী শিল্পীকে হাসপতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে অরলান্ডো প্লাজায় সরাসরি সঙ্গীত পরিবেশনের সময় গুলিতে আহত হন ক্রিশ্চিয়ানা। টেলিভিশনে সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পাওয়া ক্রিশ্চিয়ানাকে গুলি করার পর আত্মহত্যা করেন বন্দুকধারী।।
হামলাকারী দুটি বন্দুক নিয়ে এসেছিল জানালেও তার নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।