বাঙালী কণ্ঠ নিউজঃ অভিনেত্রী পায়েল ঘোষ মাধুরী দীক্ষিত হতে চেয়েছিলেন । প্যাটেল কি পাঞ্জাবি শাদির নায়িকা পায়েল ঘোষ অভিনেত্রী হওয়ার স্বপ্ন সফল করতে বাড়ি থেকে পালিয়েছিলেন। দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে যা টাকা পয়সা ছিল সব নিয়ে বাড়ি থেকে পালিয়ে মুম্বাই চলে যান পায়েল। তাঁর বড়বোন থাকতেন সেখানে। সোজা এসে ওঠেন বড়বোনের বাড়ি। তারপর অভিনেত্রী হওয়ার লড়াই শুরু।
বাঙালি মেয়ে পায়েল কী করে নানা ভাষার ছবিতে কাজ করেন? পায়েল জানিয়েছেন, তেলুগু, তামিল, কন্নড়ের তুলনায় গুজরাটি বলা তাঁর পক্ষে সোজা, কারণ তা হিন্দির কাছাকাছি। গুজরাটি ছবিতে কাজ করার জন্য তাঁকে অল্পস্বল্প প্রশিক্ষণ নিতে হয়। ভাষা শিখতে হয়নি, শুধু ডায়ালগ মুখস্থ করতে হয় আর বুঝে নিতে হয় উচ্চারণের ধরন। কিন্তু দক্ষিণী ছবিতে কাজ করতে তাঁকে নিজেকে পুরোপুরি ভাঙতে হয়েছে। শুরুর দিকে মনে হয়তো ভিনগ্রহের কোথাও এসে পড়েছেন তিনি।
পায়েলের কথায়, ভাগ্য সঙ্গে থাকলে কাজ জুটবেই, না হলে যত চেষ্টাই করুন, জুটবে না। এখনও তিনি বুঝতে পারেন না নিজের কাঙ্খিত জায়গায় তিনি কী করে পৌঁছলেন। ১৫ তারিখ মুক্তি পেতে চলেছে তাঁর হিন্দি ছবি প্যাটেল কি পাঞ্জাবি শাদি।