বলি অভিনেত্রী শার্লিনের পর এবার আরও একটি বোমা ফাটালেন অভিনেত্রী আলিশা খান।
বলিউডে ক্যারিয়ার গড়ার প্রথম দিকে ‘টাকার বিনিময়ে যৌনতায়’ অভ্যস্ত ছিলেন বলে কিছুদিন আগেই খুল্লামখুল্লা জানিয়ে দিয়ে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিলেন শার্লিন চোপড়া। আর এবার আরও এক অভিনেত্রীর ফাঁস করলেন নিজের গোপন তথ্য। সাফ জানালেন, ‘টাকার বিনিময়ে রাত কাটাতাম। আর রাত কাটানোর জন্য লোকেরা আমায় টাকা দিত।’
তিনি আর কেউ নন, এক সময়ের বলি অভিনেত্রী আলিশা খান।
‘পয়সার অভাবে ফুটপাথে ভিক্ষা করছেন অভিনেত্রী’ এই শিরোনামে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা খবর। সম্প্রতি সেই প্রসঙ্গে ভারতের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে এই গোপন তথ্য ফাঁস করে দিয়ে তিনি বলেন, এক্স-বয়ফ্রেন্ড তাঁর একটি ‘এমএমএস’ অনলাইনে ছেড়ে দেয়ার পর পরিবার তাঁকে দূরে ঠেলে দেয়। ওই অবস্থায় হাতে কোন টাকাও ছিল না।’
আলিশা জানান, টাকার জন্য তিনি তাঁর গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, ফোন সবকিছু বেচে দিয়েছিলেন।
‘তখন ওই অবস্থায় টাকার বিনিময়ে রাত কাটাতেও রাজি হয়েছিলাম’ বলে এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন।