ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙলো এবার সালমান-লুলিয়ার সম্পর্ক

চিরকুমার তকমাটা এবারও কপাল থেকে মুছতে পারলেন না বলিউডের এভারগ্রিন হিরো সালমান খান। রোমানিয়ার মডেল লুলিয়া ভেন্টুরের সঙ্গে সল্লু মিয়ার সম্পর্কটা আগের প্রেমগুলোর মতোেই ভেঙে গেল। এই ডিসেম্বরেই তারা ঘর বাঁধবেন, হাওয়ায় ভাসছিল এমনই খবর। সেটা আর হলো কই!

সালমান খানের ঘণিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতের সিনে-ম্যাগাজিন বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি রোমানিয়ান লুলিয়ার ভারতে থাকার মেয়াদ শেষ হয়েছে। তাকে ফিরে যেতে হয়েছে নিজের দেশে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তাকে অনুরোধ করেছিলেন সালমান। কিন্তু তা কানে নেননি স্বর্ণকেশী ওই তরুণী। এটা সহজভাবে নিতে পারেননি সালমান খান। স্বভাব অনুযায়ী লুলিয়া ভেন্টুর সঙ্গে এই নিয়ে দুর্ব্যবহার করেন বলিউড বডিগার্ড। গাল ফুলিয়েই ইউরোপের উদ্দেশে উড়াল দিয়েছেন।

salman-khan-give-grand-birthday-party-to-lulia-vantur-anni1-1বিমানে ওঠার আগে লুলিয়া একবারও বলে যাননি ফিরবেন কি ফিরবেন না। সালমানের ঘণিষ্ঠরা জানিয়েছেন রোমানিয়ার সেলিব্রিটি ওই মডেলের অভিব্যক্তিই নাকি বলে দিয়েছে তার ভারতেমুখি না-হওয়ার কথা। তাই একাকিত্বের পথেই আবার হাঁটা শুরু করলেন দাবাং খান।

একান্ন বছর পূর্ণ করা চিরসবুজ সালমানের জীবনে প্রেম এসেছে বার বার। কিন্তু সব সম্পর্ক বালির বাঁধের মতো ভেঙে গেছে, তছনছ হয়েছে তার স্বপ্ন। লুলিয়ার সাথে সম্পর্কের পর হয়ত সালমান ভেবেছিলেন, এই সেই মেয়ে যাকে এতবছর ধরে জীবনসঙ্গিনী করার জন্য খুঁজছিলেন তিনি!

লুলিয়ার সঙ্গে সালমানের দুই বছরের রোমান্স বেশ জমেছিল। ভিন্ন পরিবেশে জীবনযাপনে অভ্যস্থ দুই সেলিব্রিটির মধ্যে অল্পসময়েই গড়ে ওঠেছিল চমৎকার বোঝাপড়া। একসঙ্গে ঘণিষ্টভাবে তাদের দেখা গেছে অনেক জায়গাতে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। দেশে ফিরে লুলিয়ার এক টুইট বার্তায় লিখেছেন, একটা বড়ধরনের ভুল থেকে সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে এনেছে। আমি ফিরেছি আমার আপন ভুবনে, এই ভুবনকে ভালোবাসি আমি। এই ভুবনেরই চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকতে চাই।

maxresdefault-1
সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই আর ক্যাটরিনা কাইফের মতোই লুলিয়াও শেষপর্যন্ত সল্লু মিয়ার সাবেক প্রেমিকার তালিকায় নাম লিখিয়েছেন, বলিউডের হাওয়ায হাওয়া ভাসছে এখন এই খবর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভাঙলো এবার সালমান-লুলিয়ার সম্পর্ক

আপডেট টাইম : ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬

চিরকুমার তকমাটা এবারও কপাল থেকে মুছতে পারলেন না বলিউডের এভারগ্রিন হিরো সালমান খান। রোমানিয়ার মডেল লুলিয়া ভেন্টুরের সঙ্গে সল্লু মিয়ার সম্পর্কটা আগের প্রেমগুলোর মতোেই ভেঙে গেল। এই ডিসেম্বরেই তারা ঘর বাঁধবেন, হাওয়ায় ভাসছিল এমনই খবর। সেটা আর হলো কই!

সালমান খানের ঘণিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতের সিনে-ম্যাগাজিন বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি রোমানিয়ান লুলিয়ার ভারতে থাকার মেয়াদ শেষ হয়েছে। তাকে ফিরে যেতে হয়েছে নিজের দেশে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তাকে অনুরোধ করেছিলেন সালমান। কিন্তু তা কানে নেননি স্বর্ণকেশী ওই তরুণী। এটা সহজভাবে নিতে পারেননি সালমান খান। স্বভাব অনুযায়ী লুলিয়া ভেন্টুর সঙ্গে এই নিয়ে দুর্ব্যবহার করেন বলিউড বডিগার্ড। গাল ফুলিয়েই ইউরোপের উদ্দেশে উড়াল দিয়েছেন।

salman-khan-give-grand-birthday-party-to-lulia-vantur-anni1-1বিমানে ওঠার আগে লুলিয়া একবারও বলে যাননি ফিরবেন কি ফিরবেন না। সালমানের ঘণিষ্ঠরা জানিয়েছেন রোমানিয়ার সেলিব্রিটি ওই মডেলের অভিব্যক্তিই নাকি বলে দিয়েছে তার ভারতেমুখি না-হওয়ার কথা। তাই একাকিত্বের পথেই আবার হাঁটা শুরু করলেন দাবাং খান।

একান্ন বছর পূর্ণ করা চিরসবুজ সালমানের জীবনে প্রেম এসেছে বার বার। কিন্তু সব সম্পর্ক বালির বাঁধের মতো ভেঙে গেছে, তছনছ হয়েছে তার স্বপ্ন। লুলিয়ার সাথে সম্পর্কের পর হয়ত সালমান ভেবেছিলেন, এই সেই মেয়ে যাকে এতবছর ধরে জীবনসঙ্গিনী করার জন্য খুঁজছিলেন তিনি!

লুলিয়ার সঙ্গে সালমানের দুই বছরের রোমান্স বেশ জমেছিল। ভিন্ন পরিবেশে জীবনযাপনে অভ্যস্থ দুই সেলিব্রিটির মধ্যে অল্পসময়েই গড়ে ওঠেছিল চমৎকার বোঝাপড়া। একসঙ্গে ঘণিষ্টভাবে তাদের দেখা গেছে অনেক জায়গাতে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। দেশে ফিরে লুলিয়ার এক টুইট বার্তায় লিখেছেন, একটা বড়ধরনের ভুল থেকে সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে এনেছে। আমি ফিরেছি আমার আপন ভুবনে, এই ভুবনকে ভালোবাসি আমি। এই ভুবনেরই চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকতে চাই।

maxresdefault-1
সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই আর ক্যাটরিনা কাইফের মতোই লুলিয়াও শেষপর্যন্ত সল্লু মিয়ার সাবেক প্রেমিকার তালিকায় নাম লিখিয়েছেন, বলিউডের হাওয়ায হাওয়া ভাসছে এখন এই খবর।