কি দূরত্ব বেড়েছে বিরাট কোহলি আর আনুষ্কা শর্মার। বছরের শুরুতে বিচ্ছেদ হয়ে গিয়েছিল কিন্ত বিচ্ছেদ ভুলে ফের একসঙ্গে। কিন্তু এবারের সমস্যা নাকি জটিল।
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক তার বান্ধবীকে
নিয়ে নাকি একটু বেশিই পজেটিভ, সবসময় আগলে রাখেন। ফের সম্পর্ক ভাঙার ভয়ে নাকি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চান। তাতেই গণ্ডগোল আনুষ্কার হাতে এখন অনেক ছবির কাজ, ছবিও প্রযোজনা করছেন তিনি।
সাফ জানিয়েছেন, সংসার করার সময় তার নেই। তাছাড়া তার শুটিংয়ে বিরাটের সব সময় পৌঁছে যাওয়াটাও পছন্দ করছেন না। তাই এড়িয়ে চলছেন। এসব নিয়েই দু’জনের ঝামেলা। মাঝে নাকি কথাও বন্ধ করেছিলেন দু’জনে।