নাটকের আইটেম গানে নাচলেন অভিনেত্রী সোহানা সাবা। নাটকের নাম ‘অ-প্রেম’। কিঙ্কর আহসানের রচনায় এটি নির্মাণ করছেন মাহমুদ দিদার। নাটকে দেখা যাবে পরীমনি অভিনীত ‘ডানাকাটা পরী’ গানের সঙ্গে সোহানা সাবাকে নাচতে। এতে সাবা অভিনয় করছেন লিসা চরিত্রে।
মেয়েটি অপরাধ জগতের একজন গ্যাংস্টার। একসময় জহির নামে একজন গ্যাংস্টারের সঙ্গে শহরে এসে বড়মাপের একজন সন্ত্রাসী হয়ে ওঠে সে।
সোহানা সাবা বলেন, ‘গতানুগতিক প্রেমের কাহিনী থেকে বেরিয়ে অপরাধ জগতের দু’জন মানুষের ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। জহির ও লিসা উভয়ে অপরাধজ গতের মানুষ। তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু তারা দু’জনই জানেন, তাদের এই প্রেম পরিণতি পাবে না। তবুও তারা প্রেম টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়।
গল্পটি অনেক সুন্দর। চরিত্রের প্রয়োজনে নাটকে শুধু নাচই নয়, হাতে অস্ত্রও তুলে নিয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’ নাটকে জহিরের ভূমিকায় অভিনয় করছেন শফিক সাদেকী। নাটকটি আগামী বছরের ভালোবাসা দিবসে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।