ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অপু ফিরবে এই আশায় শুরু হলো ‘লাভ ২০১৬’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। অপুর শিডিউল জটিলতায় আটকে রয়েছে চারটি সিনেমা। তবে এর মধ্যে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৬’ শিরোনামের সিনেমারটি শেষ অংশের শুটিংয়ে অংশ নিবেন অপু। এ কথা জানান নির্মাতা জি সরকার।

মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এ সিনেমাটির শুটিং ২০১৪ সালে শুরু হলেও নানা কারণে এর দৃশ্য ধারণ শেষ করতে পারেননি নির্মাতা। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে পরবর্তীতে ‘লাভ ২০১৫’ করা হয়। সে বছরও সিনেমাটি আলোর মুখ দেখতে পায়নি।

বাধ্য হয়ে তৃতীয় দফায় নাম পরিবর্তন করে ‘লাভ ২০১৬’ রাখা হয়েছে।

বছরের শেষ পর্যায়ে এসে এখনো সিনেমাটির কাজ শেষ করতে পারেননি নির্মাতা। এদিকে সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস এখনো মিডিয়ার অন্তরালে। পরিচালক চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এজন্য তিনি গতকাল, ২৬ অক্টোবর থেকে রাজধানীর আফতাব নগরে সিনেমার শেষ অংশের শুটিংও শুরু করেছেন। তবে এতে উপস্থিত ছিলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে নির্মাতা জি সরকার বলেন, “‘লাভ ২০১৬’ চলতি বছরে মুক্তি দিব। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। আর নাম পরিবর্তন করতে চাচ্ছি না। এজন্য গতকাল থেকে এর শেষ অংশের শুটিং শুরু হয়েছে।”

অপু বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘অপুর কাজ প্রায় শেষ হয়েছে। তার খুব বেশি কাজ বাকি নেই। তবে অপু এর মধ্যে এসে আমাদের কাজ শেষ করে দিবে বলে আমাকে বলেছেন।’

সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া এতে আরো অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ।

‘লাভ ২০১৬’ সিনেমার কাহিনি লিখেছেন কমল সরকার। চিত্র ধারণ করছেন লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইটে আরমান।-রাইজিংবিডি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অপু ফিরবে এই আশায় শুরু হলো ‘লাভ ২০১৬’

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। অপুর শিডিউল জটিলতায় আটকে রয়েছে চারটি সিনেমা। তবে এর মধ্যে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৬’ শিরোনামের সিনেমারটি শেষ অংশের শুটিংয়ে অংশ নিবেন অপু। এ কথা জানান নির্মাতা জি সরকার।

মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এ সিনেমাটির শুটিং ২০১৪ সালে শুরু হলেও নানা কারণে এর দৃশ্য ধারণ শেষ করতে পারেননি নির্মাতা। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে পরবর্তীতে ‘লাভ ২০১৫’ করা হয়। সে বছরও সিনেমাটি আলোর মুখ দেখতে পায়নি।

বাধ্য হয়ে তৃতীয় দফায় নাম পরিবর্তন করে ‘লাভ ২০১৬’ রাখা হয়েছে।

বছরের শেষ পর্যায়ে এসে এখনো সিনেমাটির কাজ শেষ করতে পারেননি নির্মাতা। এদিকে সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস এখনো মিডিয়ার অন্তরালে। পরিচালক চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এজন্য তিনি গতকাল, ২৬ অক্টোবর থেকে রাজধানীর আফতাব নগরে সিনেমার শেষ অংশের শুটিংও শুরু করেছেন। তবে এতে উপস্থিত ছিলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে নির্মাতা জি সরকার বলেন, “‘লাভ ২০১৬’ চলতি বছরে মুক্তি দিব। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। আর নাম পরিবর্তন করতে চাচ্ছি না। এজন্য গতকাল থেকে এর শেষ অংশের শুটিং শুরু হয়েছে।”

অপু বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘অপুর কাজ প্রায় শেষ হয়েছে। তার খুব বেশি কাজ বাকি নেই। তবে অপু এর মধ্যে এসে আমাদের কাজ শেষ করে দিবে বলে আমাকে বলেছেন।’

সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া এতে আরো অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ।

‘লাভ ২০১৬’ সিনেমার কাহিনি লিখেছেন কমল সরকার। চিত্র ধারণ করছেন লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইটে আরমান।-রাইজিংবিডি