একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবেই আঁখি আলমগীর মূলত পরিচিত। কিন্তু এর বাইরেও মডেলিং, অভিনয় ও উপস্থাপনাতেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। অনেকেরই অজানা যে শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র ‘ভাত দে’-তে অভিনয় করে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের শো ও সিনেমার প্লেব্যাক নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন এ গ্ল্যামারাস শিল্পী। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় শো করছেন তিনি। তবে নতুন খবর হলো, এবার দীর্ঘদিন পর আবার অন্য পরিচয়ে সবার সামনে আসলেন তিনি। এবার দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ ‘বিশ্ব রঙ’-এর মডেল হয়েছেন আঁচল। বাংলা চলচ্চিত্রকে উপজীব্য করে সাম্প্রতিককালের ডিজাইনগুলো করছে বিশ্ব রঙ। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে চলচ্চিত্রের জনপ্রিয় কিছু তারকা মডেল হয়েছেন ‘বিশ্ব রঙ’-এর। এবার মডেল হলেন আঁখি আলমগীর। ‘ভাত দে’ এবং ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রকে উপজীব্য করে লাল রঙা শাড়ির মডেল হয়েছেন আঁখি। এগুলো ডিজাইন করেছেন ‘বিশ্ব রঙ’-এর কর্ণধার ও দেশের স্বনামধন্য ডিজাইনার বিপ্লব সাহা। এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, আমার বেশ ভালো লেগেছে কালজয়ী বাংলা চলচ্চিত্রগুলোকে উপজীব্য করে ডিজাইন করা পোশাকগুলোর মডেল হয়ে। এটা অন্যরকম এক অনুভূতি। সব কিছুর জন্য বিপ্লব সাহাকে অনেক ধন্যবাদ। ডিজাইনের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা, এটা অনেক ভালো একটি উদ্যোগ। এর সঙ্গে থাকতে পেরে আমিও গর্বিত ও আনন্দিত। এদিকে এর বাইরে সম্প্রতি আঁখি আলমগীর একটি নতুন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। আর এ সিনেমাটি পরিচালনা করছেন তার বাবা ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আলমগীর। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। এখানে ‘তুমি আছো তাই’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। গানটির সুর ও সংগীত করেছেন এস আই টুটুল। সহশিল্পী হিসেবে গেয়েছেনও তিনি। এ প্রসঙ্গে আঁখি বলেন, বাবার ‘নির্মম’ ছবিতে আগেও গেয়েছিলাম আমি। এবারও তার নতুন ছবিতে গাইলাম। বাবা খুব পেশাদার একজন মানুষ। কাকে দিয়ে কি করতে হবে তিনি ভালো বোঝেন। আশা করছি যে গানটি গাইলাম এটি ভালো লাগবে সবার।
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তা, প্রধান উপদেষ্টার নিন্দা
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
রাতের তাপমাত্রা আরও কমার আভাস
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
দাফনের ১৪০ দিন পর কবর থেকে তোলা হলো কলেজছাত্রের লাশ
শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
জাহাজে ৫ মরদেহ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
আবার অন্য পরিচয়ে
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
- 408
Tag :
জনপ্রিয় সংবাদ