ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নৌ পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের নৌপথের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌ পুলিশকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। এ কাজে নৌ পুলিশ অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়।

মঙ্গলবার (২৩ মে) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি।

ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের ভালো কাজের রেকর্ড ভাঙতে হবে জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে নৌ পুলিশ গঠন করেছে সে প্রত্যাশা পূরণে আরও ভালোভাবে কাজ করতে হবে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।

পুলিশ সদস্যদের প্রশংসা করে আইজিপি বলেন, অতীতে যেখানে প্রায় ৯০ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হতো না সেখানে বর্তমানে প্রায় ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। কোনো পুলিশ সদস্য মাদক ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের অপরাধের দায়ভার বাংলাদেশ পুলিশ বহন করবে না।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

পরে আইজিপি নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ ঘুরে দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নৌ পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : আইজিপি

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের নৌপথের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌ পুলিশকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। এ কাজে নৌ পুলিশ অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়।

মঙ্গলবার (২৩ মে) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি।

ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের ভালো কাজের রেকর্ড ভাঙতে হবে জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে নৌ পুলিশ গঠন করেছে সে প্রত্যাশা পূরণে আরও ভালোভাবে কাজ করতে হবে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।

পুলিশ সদস্যদের প্রশংসা করে আইজিপি বলেন, অতীতে যেখানে প্রায় ৯০ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হতো না সেখানে বর্তমানে প্রায় ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। কোনো পুলিশ সদস্য মাদক ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের অপরাধের দায়ভার বাংলাদেশ পুলিশ বহন করবে না।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

পরে আইজিপি নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ ঘুরে দেখেন।