ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য জনগণের কোনো ভোট পাবে না। ভোট ডাকাতি করা ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় জেনেভায় হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারা এবং তা অব্যাহত থাকবে। বিএনপি ভালো করেই জানে যে, তারা জনগণের কোনো ভোট পাবে না। সে কারণে তারা নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হটার বাহানা খুঁজছে। অতীতে তারা (বিএনপি) দেশের সম্পদ বিক্রি করার পূর্বশর্ত মেনে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। সুতরাং জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, সরকার এতটা দুর্বল নয় যে, তারা (বিএনপি) আমাদের পতন ঘটাবে। আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের শক্তি আমাদের জনগণ।

সরকারপ্রধান বলেন, একবার খালেদা জিয়া দাবি করেছিলেন, পাগল বা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন বিএনপি কি পাগল নাকি শিশু হয়ে গেল? আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি। এই কমিশনের অধিনে নির্বাচন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য জনগণের কোনো ভোট পাবে না। ভোট ডাকাতি করা ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় জেনেভায় হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারা এবং তা অব্যাহত থাকবে। বিএনপি ভালো করেই জানে যে, তারা জনগণের কোনো ভোট পাবে না। সে কারণে তারা নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হটার বাহানা খুঁজছে। অতীতে তারা (বিএনপি) দেশের সম্পদ বিক্রি করার পূর্বশর্ত মেনে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। সুতরাং জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, সরকার এতটা দুর্বল নয় যে, তারা (বিএনপি) আমাদের পতন ঘটাবে। আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের শক্তি আমাদের জনগণ।

সরকারপ্রধান বলেন, একবার খালেদা জিয়া দাবি করেছিলেন, পাগল বা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন বিএনপি কি পাগল নাকি শিশু হয়ে গেল? আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি। এই কমিশনের অধিনে নির্বাচন হবে।