স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের স্মরণে আগামীকাল বিশেষ স্মৃতিচারণ ও মূল্যায়ন সভা করতে যাচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’। এতে উপস্থিত থাকবেন কন্যা শারমিন আহমদ এবং পুত্র সোহেল তাজ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’র চব্বিশ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ নভেম্বর ২০২৪ বিকেল ৩.১৫ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করেছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারি, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ স্মরণে একটি বিশেষ স্মৃতিচারণ ও মূল্যায়ন সভা।
আরো বলা হয়, আগামী বছর তাজউদ্দীন-জন্মশতবর্ষের প্রাক্কালে ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক এই সভায় শহীদ পিতাকে নিয়ে কথা বলবেন কন্যা শারমিন আহমদ এবং পুত্র সোহেল তাজ। সভা সঞ্চালনা করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে একই সাথে শারমিন আহমদ রচিত ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইটির স্টুডেন্ট এডিশনের মোড়ক উন্মোচন করা হবে।