নাগরিক হিসেবে সকল অধিকার, দায়িত্ব ও মর্যাদা সহ মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের লক্ষ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য ইউরোপীয় পার্লামেন্টকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সাথে বৈঠককালে এ অনুরোধ জানান। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
দুইমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে কার্যকর হওয়া বাল্য বিবাহ প্রতিরোধ আইন-২০১৭ সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের অবহিত করেন। তারা এই আইনের যৌক্তিকতা ও বাস্তবতা এবং আইন কার্যকর করার পর ইতোমধ্যেই কিভাবে সমাজে এই আইনের ইতিবাচক ফল পাওয়া গেছে তা তুলে ধরেন। দুইমন্ত্রী গত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের উদ্যোগ ও অর্জন সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের অবহিত করেন।
আনিসুল হক বর্তমান সরকারের নেতৃত্বে অর্জিত বাংলাদেশের স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের অবহিত করেন। এছাড়াও বিভিন্ন গূরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহিত আইন সংশ্লিষ্ট কিছু উদ্যোগ সম্পর্কে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবহিত করেন।
আইনমন্ত্রী প্রস্তাবিত ‘ইপিজেড লেবার ল’ সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের অবহিত করেন এবং তাদেরকে জানান, খসড়া আইনের উপর ভিত্তি করে আরও আলোচনা হবে।
এর আগে আইনমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে কর্মসংস্থান, সামাজিক বিষয়াবলী, দক্ষতা ও লেবার মোবিলিটি বিষয়ক ইউরোপীয় কমিশনার ম্যারিয়ান থাইসেন-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের শ্রম আইন ও বাল্য বিবাহ প্রতিরোধ আইন গুরুত্ব পায়। আইনমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ : ডেভেলপমেন্ট থ্রু কানেকটিভি’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন। ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইউরোপীয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এ সেমিনারের আয়োজন করে।
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ
পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব: বাঁধন
সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
নারীর তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে পুরুষ ভোটার
শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ–পার্নো
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের অপকর্ম নিচে পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
রোহিঙ্গা শরনার্থীদের ফেরত পাঠাতে ইইউ পার্লামেন্টের সহায়তা চেয়েছে ঢাকা
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
- 441
Tag :
জনপ্রিয় সংবাদ